জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মুহাম্মদ মাসুম বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিটি খুনের বিচার করতে হবে। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। তারা ভিন্ন রাষ্ট্রের আদেশ বাস্তবায়নের জন্য ক্ষমতা দখল করে রেখেছিল। ইসলামের বিরুদ্ধে এমন কোনো কাজ নেই যা তারা করেনি।’
তিনি আরও বলেন, ‘আলেম-ওলামাদের জেল-জুলুম দিয়ে নির্যাতন করেছে। আওয়ামী লীগের প্রতিটি খুনের বিচার করতে হবে। আসামির কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। কোনোভাবে বাংলাদেশকে হায়নার হাতে তুলে দেওয়া হবে না। বাংলাদেশে ইসলামি শাসন প্রতিষ্ঠায় আরও যত রক্ত দেওয়া প্রয়োজন, দিতে আমরা রাজি আছি। আগামী বিপ্লব চট্টগ্রাম থেকে শুরু হবে, ইনশাআল্লাহ।’
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর বহদ্দারহাটে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ, দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত মো. আব্দুল হালিম এবং মাওলানা মুহাম্মদ শাহজাহান।
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে জানিয়ে আবু তাহের মুহাম্মদ মাসুম বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।
কারও চোখ রাঙানিকে আমরা ভয় করি না জানিয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পাশে আমাদের থাকতে হবে। ছাত্র-জনতার ঐক্য ধরে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।
মন্তব্য করুন