আল্লাহতায়ালা বলেছেন, তোমরা অপচয় কর না। আর আমাদের একটা মূর্তি বানাতে হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালীর বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মো. ইউনুচ বিশ্বাসের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আল্লাহরই ঘোষণা- সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন হতে পারে না। এই বিধান যদি কারো জানা থাকে তাহলে অবৈধভাবে রাষ্ট্রে অধিকার চর্চা কেউ সাহস করতে পারে না। আর এটা করতে করতে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে কে তাকে ঠেকাবে?
এক ব্যক্তিকে ইঙ্গিত করে মাসুদ বলেন, ‘একটা মূর্তি বানাতে হাজার কোটি টাকা অপচয় হয়েছে। আমরা বাউফলকে নিরাপদ ঘোষণা দিতে চাই।
আমরা অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড়ও দেব না। আমরা পরস্পর পরস্পরের প্রতি নিরাপত্তার গ্যারান্টি দিতে চাই। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করুন।’ মাসুদ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করাও আল্লাহর নির্দেশ। মসজিদ আল্লাহর হুকুমে চলে। এই জমিন আল্লাহর, এই জমিনও আল্লাহর হুকুমে চলবে। মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ থাকে। এই জমিনটাও আল্লাহর হকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। আমাদের কতিপয় নেতা নেত্রীরা নারীদেরকে মুক্ত স্বাধীন করার নামে তাদের ইজ্জত লুণ্ঠন করার ষড়যন্ত্র করছে।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সন্তানদের হাতে মাদক নয়; কোরআন থাকবে। অস্ত্র নয় বই থাকবে। আমরা আমাদের সন্তানদের হাতে মাদক ও অস্ত্রের পরিবর্তে বই এবং কলম তুলে দিতে চাই। আপনারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বাউফলের প্রতিটি নাগরিক এক একজন সৈনিক হিসেবে আপনাদের সঙ্গে দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফলের নওমালা ইউনিয়ন শাখার আয়োজনে নওমালা ইউনিয়ন আমির মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম আল কায়ছারী, বাউফল উপজেলা আমির মাওলানা মু. রফিকুল ইসলাম।
মন্তব্য করুন