চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সাব-রেজিস্ট্রার কর্মচারী মাহফুজ দম্পতির সম্পদের তদন্তে দুদক

সন্দ্বীপ সাব-রেজিস্ট্রার কর্মচারী মাহফুজ রহমান। ছবি : সংগৃহীত
সন্দ্বীপ সাব-রেজিস্ট্রার কর্মচারী মাহফুজ রহমান। ছবি : সংগৃহীত

সন্দ্বীপ সাব-রেজিস্ট্রার কর্মচারী মাহফুজ দম্পতির সম্পদের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত ২ সেপ্টেম্বর মামলাটি করেন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী। মামলায় অভিযুক্ত মাহফুজুর রহমান চট্টগ্রামের পটিয়া উপজেলা উত্তর দেয়াং মোহাম্মদনগর গ্রামের এখলাসুর রহমানের ছেলে বলে উল্লেখ করা হয়।

দুদক জানায়, ২০২২ সালে দুদকে জমা হওয়া এক অভিযোগ অনুসন্ধান করে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পান অনুসন্ধানকারী কর্মকর্তা। এরপর কমিশনের নির্দেশে ২০২৩ সালের ১৬ এপ্রিল দুদকে সম্পদ বিবরণী জমা দেন দিলুয়ারা মাহফুজ। পরে তার সম্পদ বিবরণী যাচাই করে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং অর্জিত সম্পদের তথ্য গোপনের সত্যতা পায় দুদক। দিলুয়ারা মাহফুজের এসব অবৈধ সম্পদ অর্জনে তার স্বামী মাহফুজুর রহমান সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাহফুজ দম্পতির এক কোটি ৭ লাখ ২ হাজার ৭৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তারা দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৩ লাখ ৭৯ হাজার ২১ টাকা মূল্যের সম্পদ থাকার তথ্য গোপন করেছেন। মামলায় দুদক আইনের ২৬(২), ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ করা হয়েছে।

সন্দ্বীপ উপজেলা সাব-রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. ইসমাইল হোসেন বলেন, মাহফুজ আমার অফিসে নিয়মিত অফিস করছেন।

জেলা রেজিস্ট্রার মিশন চাকমা কালবেলাকে বলেন, মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলে জানতে পারি যে, দুদকের মামলার আসামি তিনি। আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। এ তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে তাকে গ্রেপ্তার করে চার্জশিট প্রদান করা হবে। আর এটি দেওয়ার পর থেকে তিনি তার দায়িত্ব পালন করতে পারবে না। কেননা দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ। এটি প্রমাণিত ও চার্জশিট প্রদান করা হলে তখন তার চাকরির কোনো অধিকার থাকে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের জন্য রাস্তা সংস্কারে ছাত্রদল

পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে ইসলামি বিশেষজ্ঞ না থাকায় উদ্বেগ 

আজারবাইজানের আকাশ কাঁপাবে পাকিস্তানি জেএফ-১৭

পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে আহমাদুল্লাহর কড়া বার্তা

তেঁতুলিয়ায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ওয়াশিংটনে কাদের গনি চৌধুরী / রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না

শিষ্যের এমন বিদায়ে ‘দুঃখ ভারাক্রান্ত’ দুই গুরু

নাটোরে প্রাণ অ্যাগ্রো কারখানা বন্ধ ঘোষণা

আ. লীগকে নিষিদ্ধ করা হবে কি না জানালেন নাহিদ

ভারতীয় গণমাধ্যমেও সাকিবের অবসর

১০

ধেয়ে আসছে হারিকেন ‘হেলেন’, ভয়ংকর ঢেউয়ের সতর্কবার্তা

১১

‘আফ্রিকান’ কাসাভা চাষে তাক লাগালেন পঞ্চগড়ের মোস্তফা কামাল

১২

পালিয়ে গিয়েও ফেসবুকে সরব কুমিল্লার সাবেক মেয়র

১৩

৬০ বছরে এই প্রথম!

১৪

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস

১৫

কুমিল্লায় ‘ঘরে ঘরে’ ছড়িয়ে পড়ছে চর্মরোগ

১৬

আওয়ামী লীগের নেতাদের টাকা দিয়ে কিনতেন জুম্মান

১৭

কানপুরে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৮

২০০ বছর পরও আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করবে মানুষ : মাহমুদুর রহমান

১৯

ড. ইউনূস-আইসিসির প্রধান প্রসিকিউটর বৈঠক, মামলা দায়ের নিয়ে আলোচনা

২০
X