সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের নিয়ে সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে "Country’s only high strength and high performing steel GPH Quantum B600C-R & B600D-R: Improving earthquake resilience" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উচ্চ শক্তির ইস্পাতের বৈশিষ্ট্য, প্রচলিত স্টিলের তুলনায় এর সুবিধা এবং ভূমিকম্প সহনীয় ডিজাইনে এর সম্ভাব্য প্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানটিতে বিভিন্ন কেস স্টাডিজ, বহির্বিশ্বে ভূমিকম্প সহনীয় স্ট্রাকচারাল ডিজাইনে উচ্চ শক্তির ইস্পাত ব্যবহারের বাস্তব উদাহরণসমূহ আলোচনায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে “কি নোট স্পিকার” হিসেবে বক্তব্য প্রদান করেন দেশবরেণ্য প্রকৌশলী বুয়েটের প্রাক্তন খ্যাতিমান অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। দৃঢ় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোস্তাক আহমেদ। সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত পুরকৌশল ও স্থাপত্য বিভাগের ইঞ্জিনিয়ারগণ সেমিনারটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জি. মোশাররফ হোসেন, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ইঞ্জি. মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপক (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জি. পার্থ কর্মকার এবং প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন