‘হ্যাপি কমিউনিটি’ সিপিডিএলের একটি কনসেপ্ট। এ নিয়ে দুই দশক ধরে কাজ চলছে। এই কনসেপ্টের আওতাভুক্ত প্রতিটি প্রপার্টি সাজানো হয় বিশেষ বিবেচনায়।
বিবেচনা করা হয় বয়সভিত্তিক বিভিন্ন ফিচার, মাল্টি জেনারেশনাল সলিউশন, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ও মানবিক বন্ধন, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য লাইব্রেরি, বয়স্ক সদস্যদের জন্য ব্যবস্থার মতো বিষয়। এগুলো একটি কমিউনিটিকে পূর্ণতা দেয়, গড়ে তোলে একটি ‘হ্যাপি কমিউনিটি’।
এ ধরনের প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিপিডিএল বি এস হেরিটেজ, ক্রিমসন ক্লোভার, ডাউনটাউন সিপিডিএল, পার্ক রেসিডেন্স, সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া।
এরই ধারাবাহিকতায় এবার নির্মাণাধীন অবস্থায় ঢাকায় সিপিডিএল রুবিকন সিটি এবং চট্টগ্রামে সিপিডিএল ফারহান জেনিথ ২৪০ প্রকল্প দুটিতে যুগপৎ ফ্যাসিলিটি, ফিচার ও ফিনিশিং সলিউশনের এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়েছে বুধবার।
একই সঙ্গে সিপিডিএল পরিবার ২০ বছর পূর্তিতে গ্রাহকদের দিচ্ছে ২০টি ফ্ল্যাটের প্রতিটি বুকিংয়ে আকর্ষণীয় অফার। এই অফার চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
মন্তব্য করুন