চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শুল্ক ফাঁকি দিতে উন্নতমানের খেজুর ‘নিম্নমানের’ দেখিয়ে আমদানি

শুল্ক ফাঁকি দিতে উন্নতমানের খেজুর ‘নিম্নমানের’ দেখিয়ে আমদানি

শুল্ক ফাঁকি দিতে উন্নতমানের খেজুর ‘নিম্নমানের’ দেখিয়ে আমদানি করছেন আমদানিকারকরা। এ ছাড়া আমদানি তথ্য ও বাস্তব বাজার দরেও রয়েছে বিস্তর ফারাক। গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে ৪০ হাজার ২৪ টন খেজুর আমদানি হয়েছে। এগুলোর গড় মূল্য ৮৯ টাকা ৩৬ পয়সা।

কিন্তু চট্টগ্রামের ফলমন্ডির আল্লাহর রহমত স্টোরে জাহিদি, নাসার, আল মাদাফ, ফারাহ মধ্যম মানের খেজুর আমদানি মূল্যের চাইতে তিন-চারগুণ বেশি দামে বিক্রি করছে বলে জেলা প্রশাসনের অভিযানে ধরা পড়েছে। এ ছাড়া অ্যারাবিয়ান ফ্রুটস ফ্যাক্টরি লিমিটেড আজওয়া, মেজডুল, মাবরুক, সাফওয়া, মরিয়ম প্রভৃতি উন্নত মানের খেজুর আমদানি করেও সেগুলো কম দাম দেখিয়ে বাংলাদেশে ঢোকানো হয়েছে রাজস্ব ফাঁকি দিয়ে। এরপর এই খেজুর চড়া দামে বিক্রি করছে। মদিনা ট্রেডিংও একইভাবে খেজুর স্বল্পমূল্যে আমদানি এবং চড়া মূল্যে বিক্রি করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।

চট্টগ্রামের জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পাইকারি ফল ব্যবসায়ীদের তথ্য মতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম চড়া দামে পাইকারি খেজুর ব্যবসায়ী ও কমিশন এজেন্টদের বিক্রি করতে বাধ্য করছেন। আর সংগঠনের সাধারণ সম্পাদক নুর উদ্দিনও রমজান আসলেই দেশি-বিদেশি ফল চড়া দামে বিক্রি করতে আমদানিকারক ও কমিশন এজেন্টদের মাধ্যমে একটা চক্র গড়ে তোলেন।

রমজান উপলক্ষে খেজুরের দাম কারসাজি নিয়ন্ত্রণে শনিবার দেশের বৃহত্তম ফলের বাজার চট্টগ্রাম ফলমন্ডিতে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে খেজুর আমদানি থেকে শুরু করে পাইকারি বাজার ও কমিশন এজেন্টদের ব্যাপক অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম কালবেলাকে জানিয়েছেন, শনিবার ফলমন্ডির আড়তে গিয়ে দেখতে পান পাইকারি বাজারে বিভিন্ন জাতের খেজুর চড়াদামে বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতিকেজি আজওয়া ৭৫০-১০০০ টাকা, মাবরুম ১২০০-১৩০০ টাকা, মরিয়ম ৫০০-৮০০ টাকা, দাবাস ৪০০-৬০০ টাকা, জাহিদি ২০০-২৫০ টাকা, মেজডুল খেজুর ১২০০-১৩০০ টাকা, আলজেরিয়া খেজুর ২৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযানকালে আমদানি তথ্য ও বাস্তব বাজার দরে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়। আমদানি তথ্য মতে, ফলমন্ডি বাজারে খেজুরের আমদানিকারক আছেন ১২ জন। কিন্তু অভিযানে গিয়ে তিন আমদানিকারকের সন্ধান মেলে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ফলমন্ডির আল্লাহর রহমত স্টোর গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মোট ২ হাজার ৫৭২ টন খেজুর ৩৩টি এলসির মাধ্যমে আমদানি করেছে। যার গড় আমদানি মূল্য ৭০.১৪ টাকা। কিন্তু তারা জাহিদি, নাসার, আল মাদাফ, ফারাহ মধ্যম মানের খেজুর আমদানি মূল্যের চেয়ে তিন-চারগুণ বেশি দামে বিক্রি করছে। এজন্য আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর আলী জেনারেল ট্রেডিং ১৬৮ টন খেজুর আমদানি করেছে ১০৪ টাকা কেজিপ্রতি মূল্যে। কিন্তু জাহিদি জাতের খেজুর ২৫০-৩০০ টাকা দরে বিক্রির প্রমাণ মিলেছে। এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই পাইকারি দোকানটি ঢাকাভিত্তিক বাংলাদেশের বৃহত্তম খেজুর আমদানিকারক অ্যারাবিয়ান ফ্রুট ফ্যাক্টরি লিমিটেড এবং মদিনা ট্রেডিংয়ের হয়ে চট্টগ্রামে চড়া দামে খেজুর বিক্রি করছিল।

আমদানি তথ্য মতে, অ্যারাবিয়ান ফ্রুটস ফ্যাক্টরি লিমিটেড মোট ৯ হাজার ২১১ টন খেজুর কেজিপ্রতি ৮৪.৬৪ টাকা দরে আমদানি করেছে। একটি এইচএস কোড দেখিয়ে অ্যারাবিয়ান ফ্রুট ফ্যাক্টরি লিমিটেড ২৫ থেকে ৩০ জাতের খেজুর বাংলাদেশে আমদানি করেছে। আজওয়া, মেজডুল, মাবরুক, সাফওয়া, মরিয়ম প্রভৃতি উন্নত জাতের খেজুর আমদানি করেও সেগুলো কম দাম দেখিয়ে বাংলাদেশে ঢোকানো হয়েছে রাজস্ব ফাঁকি দিয়ে। এরপর এই খেজুর চড়া দামে বিক্রি করে আসছে তারা। জাতভেদে খেজুরের দাম পাঁচশ টাকা থেকে হাজার টাকার ওপরেও বিক্রি হচ্ছে। মদিনা ট্রেডিংও একইভাবে খেজুর স্বল্পমূল্যে আমদানি এবং চড়া মূল্যে বিক্রি করছে।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম অ্যারাবিয়ান ফ্রুটস ফ্যাক্টরি লিমিটেডের মালিক ও সাথী ফ্রুটসের স্বত্বাধিকারী। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে তাহসান-মিথিলা

এবার উপজেলা আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

ক্লাস ফাঁকি দিয়ে দেয়াল টপকাতেই হাতে ঢুকল রড

‘মদ না পেয়ে নাসিরকে হত্যাচেষ্টা করেন পরীমণি’

৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী

দুই ছেলেকে উপজেলা চেয়ারম্যান ও মেয়র বানাতে চান এমপি

ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু কাল

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রকাশ্যে এলো ভয়াবহ তথ্য, এক বোমায় মৃত্যু হাজারো ফিলিস্তিনি ভ্রুণের

গরমে বারবার গোসল ডেকে আনছেন যে বিপদ

১০

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার অবস্থা স্থিতিশীল

১১

বিএনপির চিন্তাধারা ছিল দেশকে পরনির্ভরশীল করা : প্রধানমন্ত্রী

১২

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

১৩

গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

১৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাসচালককে বিরুদ্ধে মামলা

১৫

কথার লড়াইয়ে ক্ষতির মুখে মোস্তাফিজ!

১৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

১৭

ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার

১৮

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসান নিহত

১৯

কৃষিতে ইএনএম ব্যবহারে ঢাবির গবেষকদের সাফল্য, সবুজ বিপ্লবের সম্ভাবনা

২০
*/ ?>
X