
চট্টগ্রামে গৃহকর সুরক্ষা পরিষদের অবস্থান কর্মসূচিতে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ নাথ দেবুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ পাল এবং সাধারণ সম্পাদক আজিজুল রহমানের নেতৃত্বে একটি মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপের এ ঘটনা ঘটে৷
এ ঘটনায় আহত হয়েছেন গৃহকর সুরক্ষা পরিষদ নেতা মো. রাশেদ আমির।
জানা গেছে, গৃহকর সুরক্ষা পরিষদ আন্দোলনে সম্পৃক্ততার পাশাপাশি রাশেদ আমির ২৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নেতৃত্বে একটি মিছিল নগর ভবনের দিক থেকে এসে টাইগারপাসে জড়ো হয়। একপর্যায়ে ওই মিছিল থেকে গৃহকর সুরক্ষা পরিষদ অবস্থান কর্মসূচি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে অবস্থানরতরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৃহকর সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার বলেন, পুলিশের অনুরোধে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু একদল সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।