
চট্টগ্রামের পাহাড়তলী থানার ওয়াই জংশন টোল রোডের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মো. মুজাহিদ (৩২) নামের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে কালবেলাকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।
তিনি বলেন, ওয়াই জংশন টোল রোডের সামনে রাত ১১টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় মুজাহিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মুজাহিদ দায়িত্ব শেষ করে টোল রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় দ্রুতগতির প্রাইভেট কার তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর চালকসহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে। মুজাহিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।