বিএনপিকর্মী আটকের ভিডিও করেছিলেন সাংবাদিক, ডিলিট করল পুলিশ

সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ভিডিও মুছে দেয় পুলিশ। প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিক নেতারা।
সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ভিডিও মুছে দেয় পুলিশ। প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিক নেতারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে চার বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাটির ভিডিও করার সময় বেসরকারি টেলিভিশন এনটিভির ক্যামেরা সাংবাদিক সুমন গোস্বামীর হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে ভিডিও মুছে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। এতে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীরকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তারা।

চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনার সঞ্চালনায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সহসভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ম সম্পাদক ও কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী, সিনিয়র সাংবাদিক আরিচ আহমেদ শাহ প্রমুখ।

এদিকে আটকদের পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটকের পর তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে। গত সোমবার কাজির দেউড়ি এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জোহর নামাজের পর চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন মসজিদে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মাহফিল শেষে নেতাকর্মীরা বের হওয়ার একপর্যায়ে সামনের সড়কে পুলিশ অভিযান চালায়। বেশ কজন কর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ক্যামেরাপারসন সুমন গোস্বামীর হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে মোমোরি কার্ড ছিনিয়ে নেন পুলিশের এক সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের (দক্ষিণ) উপ কমিশনার মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, ‘বিএনপি কর্মীদের আটকের সময় উনি (সুমন গোস্বামী) পুলিশের কাছে জানতে চেয়েছেন ওয়ারেন্ট আছে কিনা। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।’

ভিডিও মুছে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিও মুছে দেওয়ার বিষয়টি আমি জানি না। যতটুকু জেনেছি, ততটুকুই বলতে পারছি।’

এনটিভির ক্যামেরাপারসন সুমন গোস্বামী বলেন, ‘আরেকটি অ্যাসাইনমেন্ট শেষ করে আমরা নাসিমন ভবনের দিকে যাই। সেখানে গিয়ে দেখি পুলিশের প্রিজন ভ্যান ঢুকছে। পরে এক পুলিশ সদস্য আমাদের এসে জিজ্ঞেস করেন সেখানে কেন গিয়েছি? একপর্যায়ে মেমোরি কার্ড নিয়ে ভিডিও মুছে দেওয়া হয়।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com