সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক রিমান্ডে

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু।
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু।ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশের চট্টগ্রাম ইউনিট।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সান্টু। তাকে এ মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মো. সোলায়মান জানিয়েছেন, শিল্প পুলিশ গত সোমবার বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলাটির তদন্তভার নেওয়ার পর পরিচালক সান্টুকে গ্রেপ্তার করে।

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও ৩০ জন আহত হয়। বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে তিন মালিকসহ ১৬ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এ ছাড়া সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ভবন মালিকও অক্সিজেন কারখানার তিন মালিককে আসামি করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন।

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু।
স্বল্প বেতনের ‘অদক্ষ’ শ্রমিকে চলত সীমা অক্সিজেন প্ল্যান্ট

এদিকে, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। দুর্ঘটনা এড়াতে ৯টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছেন তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com