
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বারআউলিয়া এলাকায় তাহের শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ গ্যাস দিয়ে কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফ মোল্লা (৬৫) নড়াইল জেলার লোহাগড়া থানার কুমার ডাঙা গ্রামের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই সাজিব হোসেন বলেন, শিপইয়ার্ডে গ্যাস কাটার দিয়ে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ হন এক শ্রমিক। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে ভর্তি করায়। পরে বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাহাজভাঙা শ্রমিকরা জানিয়েছে, ইয়ার্ডে কাজ করার সময় শ্রমিকদের নিরাপত্তাজনিত সরঞ্জাম না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।