
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের ফাঁদে ফেলে এক নারী গার্মেন্টসকর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- স্থানীয় মো. রাসেল (২৫), মো. আরিফ (২৬) ও মো. শাকিল উদ্দিন টিটু (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গার্মেন্টসকর্মী একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। প্রতিদিন মো. রাসেলের অটোরিকশায় আসা-যাওয়ার সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার রাত ৮টার দিকে গার্মেন্টস ছুটির পর ওই তরুণী রাসেলের অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় রাসেল ও তার সহযোগীরা কৌশলে রায়পুরের পূর্ববিলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সারা রাত পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান জানান, ধর্ষণের ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি আরও জানান, ভুক্তভোগী ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।