
চট্টগ্রামের সীতাকুণ্ডের তুলার গোডাউনে আগুনের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। আজ শনিবার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে ১০ সদস্যের তদন্ত কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার ১০ জন সদস্য থাকবেন। তাদের ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় লোকমানের মালিকানাধীন ইউনোটেক্সের কাছে ভাড়ায় চালিত তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, ‘দেরিতে আসার ঘটনাটি সত্য নয়। কোথাও আগুন লাগলে প্রথমে কর্তৃপক্ষ নেভানোর চেষ্টা করে। আগুন যখন বেড়ে যায় তখন সার্ভিসকে খবর দেন।’
সন্ধ্যা ৭টায় তিনি জানান, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সময়মতো পানি না পাওয়ার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তুলার গুদামের বিপরীতে ছিল নেমসান কন্টেইনার লিমিটেডের ডিপো। তারা সময়মতো পানি দেননি। যখন আগুনের লেলিহান শিখা তাদের ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তখন বেলা ১টার দিকে তাদের ডিপো থেকে পানির সংযোগ দেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, তুলার আগুন নেভানো কষ্ট। জায়গা মতো পানি না পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর। আমরা যে পানিগুলো দিচ্ছি সেগুলো টিনের উপরেই পড়ছে। চেষ্টা করছি ভেতরে পানি দেওয়ার জন্য। আগুনের তীব্র তাপের কারণে সামনে গিয়ে পানি দেওয়া কষ্টকর হয়ে পড়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে সেটি আমরা জানি না। কিন্তু স্থানীয়দের মুখে শুনেছি গ্যাসে সিলিন্ডার দিয়ে কাটিয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ তুলাতে পড়ে। সেখান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন কালবেলাকে বলেন, স্থানীয়দের মুখে শুনেছি, গ্যাস সিলিন্ডার দিয়ে তুলার ডিপোতে সংস্কার কাজ করার সময় আগুনের সূত্রপাত। তদন্ত করা ছাড়া এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।