
বরিশালের হিজলায় এক সপ্তাহ আগে উদ্ধারকৃত রাসেল ভাইপার সাপটিকে গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভেনাম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার চবি ভেনাম সেন্টারের একটি দল এসে সাপটি নিয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজল কুমার সিংহ।
জানা গেছে, সজল কুমার সিংহ সাপটিকে উদ্ধার করে গত এক সপ্তাহ এটির রক্ষণাবেক্ষণ করেন।
সজল জানান, গত ২৭ জানুয়ারি রাসেল ভাইপার প্রজাতির অজগর সাপটিকে হিজলা উপজেলার লতাবাজার সংলগ্ন একটি বাগানে স্থানীয়রা দেখতে পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে ফোন করে। মূলত তার কাছ থেকে ফোন পেয়ে আমরা সাপটিকে বাগান থেকে উদ্ধার করি।
সজল কুমার আরও জানান, সাপটি সাড়ে ৬ ফুট লম্বা ছিল। স্থানীয়রা ধাওয়া দেয়ায় সাপটি বেপরোয়া হয়ে পড়েছিল। তখন স্থানীয় হোমিও চিকিৎসক মাধব দাসের পরামর্শ ও তার দেওয়া হোমিও ওষধ ছিটিয়ে সাপটিকে কাবু করা হয়। পরে সাপটিকে তাদের হেফাজতে রাখা হয়।
তিনি বলেন, এক সপ্তাহ সাপটি বস্তাবন্দি অবস্থায় তাদের হেফাজতে ছিল। এক সপ্তাহ সাপটিকে তারা খাবার হিসেবে মুরগি দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে ৪০টির মতো মুরগি সাপটির খাবার হিসেবে দিয়েছেন। সাপটি এ দেশে চন্দ্রবোড়া নামে পরিচিত বলে জানা গেছে।
সজল জানান, গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনাম রিসার্চ সেন্টারের একটি দল হিজলায় এসে সাপটি নিয়ে গেছে। ভেনাম রিচার্স সেন্টারের সহকারী গবেষক মো. রফিকুল ইসলাম সে দলে ছিলেন। রফিকুল ইসলাম বলেছেন সাপটি এদেশে পাওয়া যায় না। ভারতে রয়েছে। নদীপথে ভারত থেকে আসার সম্ভাবনা বেশি। কারণ সাপটি ৭ থেকে ৮ ঘণ্টা পানিতে থাকতে পারে। এ সাপটি এদেশে বেড়ে উঠেছে কিনা, এদেশের আবহাওয়ায় সাপটি বেড়ে উঠতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে গবেষণা করা হবে বলে রফিকুল ইসলাম জানিয়েছেন বলে জানান সজল কুমার।