শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের পর হত্যা, ডোবায় ফেলা লাশ প্রতিদিন দেখে আসত হত্যাকারী

ধর্ষণের পর হত্যা, ডোবায় ফেলা লাশ প্রতিদিন দেখে আসত হত্যাকারী

নিখোঁজের ৯ দিন পর আজ বুধবার ভোরে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার একটি ডোবা থেকে শিশু আবেদা সুলতানা আইনীনের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ জানায়, বিড়াল এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জনে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়।

এর সাত মাস আগে গত ২৪ অক্টোবর নগরীর জামালখানে চিপসের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে খুন করা হয় সাত বছরের শিশু মারজান হক বর্ষাকে।

গত ২১ মার্চ আইনীনকে বিড়াল ছানা এনে দেওয়ার কথা বলে একটি খালি বাসায় ডেকে নিয়ে যায় মো. রুবেল (৩০) নামের এক সবজি বিক্রেতা। সেখানে শিশুটিকে ধর্ষণ শেষে বালিশ চাপা দিয়ে এবং গলাটিপে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই কর্মকর্তারা জানান, প্রায় তিন মাস আগে আইনীনের মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর মেয়েকে নিয়ে নগরীর পাহাড়তলী এলাকায় বাবার বাসায় থাকতে শুরু করেন আইনীনের মা। সেখানে একপর্যায়ে রুবেলের সঙ্গে তাদের পরিচয় হয়।

চট্টগ্রাম মেট্রো ইউনিটপ্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ২৩ মার্চ থেকে ছায়াতদন্ত শুরু করে পিবিআই। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে রুবেলকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পিবিআইর এই কর্মকর্তা জানান, হত্যার পর লাশ সবজির ভ্যানগাড়িতে নিয়ে ত্রিপলে মুড়িয়ে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে দেওয়া হয়। রাত ১০টার দিকে মেয়েটির জামা-কাপড় পিসি রোডের কনকা স্টেশন এলাকায় ফেলে দেয় রুবেল। এরপর থেকে ডোবায় প্রতিদিনই লাশটি দেখতে যেত। ডোবায় লাশ থাকার বিষয়টি কেউ যেন বুঝতে না পারেন, সেজন্য খড় দিয়ে প্রতিদিন লাশ ঢেকে দিয়ে আসত রুবেল।

মায়ের আহাজারি : শিশু বর্ষার লাশ খুঁজে পাওয়ায় অঝোরে কেঁদেছিল তার মা-বোন আর পরিবারের সদস্যরা। কেঁদে কেঁদে পুলিশের অবহেলার কারণে করুণ পরিণতি হয়েছে বলে অভিযোগ তুলেছিল বর্ষার পরিবার। এবার শিশু আইনীনের লাশ উদ্ধারের পরও সেই একই চিত্র দেখা গেল।

বর্ষার মায়ের মতো আইনীনের মা-ও (বিবি ফাতেমা) কেঁদে কেঁদে অভিযোগ তুললেন, রুবেলকে প্রথম থেকেই সন্দেহ করার কথা বলা হলেও পুলিশ সেটা পাত্তা দেয়নি। বরং পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই মো. দুলাল বলেছেন ‘আইনীনের সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক আছে।’

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এসআই দুলাল কালবেলাকে বলেন, ‘অভিযোগটি সত্য নয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে গত ২৬ মার্চ রুবেলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল; কিন্তু সে স্বাভাবিক উত্তর দিয়েছিল। রুবেলের মা থানায় এসে বলতে থাকে আমরা তার ছেলে তুলে এনে নির্যাতন করছি। এরপর তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু রুবেলের ওপর নজর রাখছিলাম আমরা।’

আদালতে জবানবন্দি : শিশু আইনীন হত্যাকাণ্ডের ঘটনায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার রুবেল। বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে স্বীকারোক্তি দেয়। দুই সন্তানের জনক রুবেল পেশায় সবজি বিক্রেতা।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, আদালত জবানবন্দি গ্রহণ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

১০

আরও ৭ দিন স্কুল বন্ধের দাবি

১১

‘গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ অচিরেই চালু হবে’ 

১২

‘আমাদের নিজেদের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে’

১৩

শ্যালকের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিলেন পলক 

১৪

উৎকলিত রহমানের কবিতা ‘জ্যোতিষ্ময়ীর গান’

১৫

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৬

পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

১৭

আবহাওয়া নিয়ে আরও বড় দুঃসংবাদ

১৮

উপজেলা নির্বাচনের নামেও প্রহসন করছে সরকার : ভিপি নুর

১৯

ফ্রান্সের ইরানি দূতাবাসে বোমা আতঙ্ক, আটক ১

২০
*/ ?>
X