সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরিপাড়া এলাকায় লোকমানের মালিকানাধীন ইউনোটেক্সের কাছে ভাড়ায় চালিত তুলার গুদামে আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর সপ্তাহ না পেরোতেই ফের এ উপজেলায় অগ্নিকাণ্ড ঘটল। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এরই মধ্যে সকাল সোয়া ১০টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সীতাকুণ্ড, আগ্রাবাদ, কুমিরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা।

স্থানীয়দের অভিযোগ, তুলার গুদামের সামনে থাকা নেমসান কন্টেইনার লিমিটেড থেকে যদি সময়মতো পানি পাওয়া যেত, তাহলে আগুন দ্রুত নেভানো সম্ভব হতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তুলার গুদামে গ্যাস সিলিন্ডার দিয়ে সংস্কারকাজ করছিলের শ্রমিকরা। হঠাৎ এর স্ফুলিঙ্গ তুলার মধ্যে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পুরো গুদামে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহ দাবানল।

তুলার গুদামের স্টোর সুপারভাইজার আলাউদ্দিন কালবেলাকে বলেন, ‘এ গোডাউনে ৩০ হাজার টনের বেশি তুলা ছিল।’ স্থানীয় যুবক রুবেল বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু তারা দেরিতে আসার কারণে আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ে।’

স্থানীয়রা আরও জানান, একসময় এ তুলার উদামটি কারাবন্দি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ডিপো ছিল। পরে এটি এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা লোকমানের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে ইউনিটেক্স লিমিটেড কারখানার মালিক গুদামটি ভাড়া নেন। এরপর তাদের নিজস্ব সুতা তৈরির কারখানার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণে তুলা মজুদ করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। একই সময়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে পানির ব্যবস্থা না থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তুলার ডিপোর সামনে থাকা নেমসান কন্টেইনার লিমিটেড থেকে যদি সময়মতো পানি পাওয়া যেত, তাহলে আগুন দ্রুত নেভানো সম্ভব হতো। কন্টেইনার কর্তৃপক্ষ আমাদের পানির জন্য অনুমতি দেয় দুপুর ১টার দিকে।’

তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার দিয়ে কাটিং কাজ করার সময় ওই তুলার গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গুদামটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তার সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। তবে এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে এসে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, ‘স্থানীয় সূত্রে শুনেছি গ্যাস সিলিন্ডার দিয়ে তুলার ডিপোতে সংস্কার কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। তদন্ত করা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগে আক্রান্ত সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সাকিব আল হাসান

টেকনাফে অপহৃত ১০ জনকে টাকার বিনিময়ে মুক্তি

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় সেরা তিনে যারা

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

‘ভারত থেকে পেঁয়াজ আসছে শুক্রবার’

আইসিসির এলিট প্যানেলে সৈকত

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে ১৩০ ব্রিটিশ এমপির চিঠি

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মার্কিন কর্মকর্তার পদত্যাগ

১০

এবার ড. ইউনূসের ইউনেস্কোর পুরস্কার নিয়ে মুখ খুললেন তার আইনজীবী

১১

দাম কমেছে অর্ধেক, তবুও মিলছে না ক্রেতা

১২

একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে : ফখরুল

১৩

জেল থেকে মুক্ত হয়ে আলভেজের পার্টি

১৪

ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

১৫

একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন 

১৬

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

১৭

সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ

১৮

ভয়ংকর ত্রয়ীতে নতুন স্বপ্ন ব্রাজিলের

১৯

বিএসএমএমইউর নতুন উপাচার্য / কোনো গ্রুপ নয়, সবাইকে নিয়ে কাজ করব

২০
*/ ?>
X