রুহুল কবির রিজভীর মুক্তির দাবি

রোববার চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নিঃশর্ত মুক্তি এবং দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে উত্তর জেলা ছাত্রদল। আজ রোববার নগরের জমিয়াতুল ফালাহ সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, সরকারের দুঃশাসনে পুরো দেশ আজ বন্দি। এরা গুম, খুন আর দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি। এদের থেকে বাঁচতে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। জনগণের সামর্থ্য বিবেচনা না করে বারবার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে সরকার। দেশের মানুষ বিএনপির নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। জনগণ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত। এই লুটপাটের সরকারকে জনগণ আর এক দিনও ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ মনে করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রপ্রধান হিসেবে তারেক রহমানের বিকল্প নেই।

সরকারের উদ্দেশে মীর হেলাল বলেন, গণদাবি মেনে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনরোষে পালানোর পথ পাবেন না। এ সময় তিনি অবিলম্বে রুহুল কবির রিজভীসহ কারাবন্দি সব নেতার মুক্তি দাবি করেন।

রোববার চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপিকে মানুষ বলে সাপের বিষ : ওবায়দুল কাদের

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির সঞ্চালনায় মানববন্ধনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মো. সেলিম চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহসভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সালাহউদ্দিন আলী, সাবেক যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, সাব্বির আহমেদ ও নুর নবী মহররম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com