আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভরা মৌসুমেও বাড়তি সবজির দাম

ভরা মৌসুমেও বাড়তি সবজির দাম

চট্টগ্রামের দোহাজারী-সীতাকুণ্ড সবজির জন্য বিখ্যাত। আর শীত মৌসুমের ভালো ফলনে এসব অঞ্চলের সবজির কদর থাকে চট্টগ্রামজুড়ে। কিন্তু এবার ভরা মৌসুমেও বাজারে নানা পদের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। শীতকালীন সবজি পাতে তুলতে ফাঁকা হচ্ছে পকেট।

বিক্রেতারা বলছেন, শীত মৌসুমে কুয়াশার কারণে সবজির দাম বেড়েছে। সেই সঙ্গে অক্টোবরে সিত্রাংয়ের কবলে ফসলি জমির ক্ষতি হয়েছে। মূলত এ দুই কারণে বাজারে বাড়তি দরে বিক্রি হচ্ছে সবজি।

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার, বউবাজার, সাব-এরিয়া, চকবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি শিম, বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, জানুয়ারির শুরু দিকে যা ছিল ৪০ থেকে ৫০ টাকা। ফুলকপি, মিস্টি কুমড়া, টমেটো, লাউ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা জানুয়ারির শুরুর দিকে যার বাজার দর ছিল কেজি প্রতি ২০ থেকে ৩৫ টাকা। একইভাকে শসা, ঝিঙা কেজি প্রতি ৫০ টাকা, মূলা কেজি প্রতি ২৫ টাকা, বরবটি কেজি প্রতি ৭০ টাকা, কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, প্রতি বছর শীতে দক্ষিণ চট্টগ্রামের চাষের সবজি বিক্রি হয় চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে। দোহাজারী-আনোয়ারাসহ বিভিন্ন উপজেলা থেকে ট্রাক ভর্তি সবজি এনে বিক্রিসহ নগরে বাকলিয়া-কোতোয়ালীর বিভিন্ন কাঁচা বাজারে।

কৃষকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি। প্রথম চালানে ক্ষতি হওয়ায় দ্বিতীয় চালানের ফসলি জমিতে সবজি চাষ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়ছে এখন। এ ছাড়া এবার শীতের ঘনকুয়াশার কারণে সবজি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

তবে ক্রেতাদের অভিযোগ, ঠুনকো অজুহাতে বাড়ানো হয়েছে সবজির দাম। প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মৌসুমি সবজির দাম নাগালের মধ্যে থাকে। কিন্তু এবার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। শীত মৌসুমে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকায় নানা পদের সবজি মিলত। বাড়তি দামে এখন বেগুন, শিম, শিম বিচি, শসা, কাঁচা মরিচ, ঝিঙাসহ বেশ কয়েকটি পদের সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকায়।

বাকলিয়া বউবাজারের সবজি বিক্রেতা মো. বোরহান কালবেলাকে বলেন, ‘এখন বাড়তি দামে কিনছি তাই দাম বাড়তি। জানুয়ারির শুরুর দিক থেকে এখন প্রায় সব পদের সবজির দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে, তাই আমরাও বাড়িয়েছি।’

নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় শীতের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। পাইকারিতে দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ক্রেতা নাছিমা বলেন, ‘আগে শীতের মৌসুমে সবজির দাম কমতো। এখন দেখছি উল্টো বেড়েছে। আগে ২০০ টাকায় নানা পদের সবজি পাওয়া যেত। এখন ৫০০ টাকায় ব্যাগ পুরোয় না। সব বাড়ছে, বেতন তো বাড়েনি। সবজির বাজার কঠোরভাবে মনিটরিং করা উচিত।’

চকবাজার কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর চট্টগ্রামে আনোয়ার-সীতাকুণ্ডের কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে বিক্রি করেন তারা। কিন্তু এবার এসব অঞ্চলের সবজির সরবরাহ তুলনামূলক কম। তাই সবজির পাইকারি বাজার রেয়াজউদ্দিন থেকে সবজি কিনছেন তারা। হাত ঘুরে আসায় দাম বেশি পড়ছে। তাই দ্বিগুণ দামে বিক্রি করতে হচ্ছে।

সবজি ব্যবসায়ী মো. মূসা কালবেলাকে বলেন, আনোয়ার- সীতাকুণ্ডের কৃষকরা জানিয়েছেন, জানুয়ারির শেষ দিকে নতুন চালানের সবজি আসতে পারে বাজারে। তখন হয়তো দাম কিছুটা কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ইস্তিস্কার নামাজ আদায়

শ্রমিক সংকটে বোরো চাষিরা

২৮৮ সেনা-বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর

পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা

৪০ দিন আগেও প্রস্তুত নয় বিশ্বকাপের ভেন্যু

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

বোরো আবাদে হিটশকের শঙ্কা

এসির ‘টন’ মানে কী?

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

প্রতীক বরাদ্দের আগেই পোস্টার বানিয়ে প্রচারে আ.লীগ নেতা

১২

২৫ এপ্রিল : নামাজের সময়সূচি

১৩

সাতক্ষীরায় ৬০ বছর পর ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

১৪

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

১৫

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

১৬

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

১৭

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

১৮

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

১৯

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

২০
*/ ?>
X