চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি একজোড়া সিংহ ও ৮ ওয়াইল্ড বিস্ট

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হয়েছে একজোড়া সিংহ।
চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হয়েছে একজোড়া সিংহ।ছবি : কালবেলা

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হয়েছে একজোড়া সিংহ ও ৮টি ওয়াইল্ড বিস্ট। গতকাল বৃহস্পতিবার রাতে প্রাণিগুলো আনা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে।

চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, প্রাণীগুলোকে ১৫ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষ না হওয়া পর্যন্ত এই বন্যপ্রাণী সরবরাহকারীর প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের তত্ত্বাবধানে চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকবে। এরপর সেগুলোর সুস্থতা নিশ্চিত করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বুঝে নেবে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ কালবেলাকে জানান, নতুন আসা সিংহ-সিংহীর বয়স এক বছরের কম হবে। দুই বছরের মধ্যে সেগুলো প্রজনন সক্ষম হবে। আর তৃণভোজী ওয়াইল্ড বিস্টের বয়স এক বছরেরও কম। গত বছরের অক্টোবরে তিন জোড়া করে ক্যাঙ্গারু ও লামা আনা হয়েছে। ফেব্রুয়ারিতে তিন জোড়া লাল-সবুজ ম্যাকাও পাখি এবং সবশেষ এসেছে সিংহ ও ওয়াইল্ড বিস্ট।

তিনি আরও বলেন, প্রাণী বিনিময়ের আওতায় ঢাকা চিড়িয়াখানা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় এক জোড়া জলহস্তি আনা হচ্ছে। আর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে যাবে একজোড়া বাঘ।

চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে আটটি ওয়াইল্ড বিস্ট।
চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে আটটি ওয়াইল্ড বিস্ট।ছবি : কালবেলা

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ২০২২ সালের আগস্টে সিংহ, লাল-সবুজ ম্যাকাও, ওয়াইল্ড বিস্ট, ক্যাঙারু এবং লামা প্রাণী সরবরাহের জন্য এক কোটি ৬৯ লাখ টাকার দরপত্র আহ্বান করে। ফ্যালকন ট্রেডার্স সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হওয়ায় আগস্টের শেষে তাদের কার্যাদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে প্রায় ৭৩ প্রজাতির ছয় শতাধিক পশু-পাখি আছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com