মোবাইল দূরে রেখে মেডিকেলে ভর্তিতে দেশসেরা রাফসান

রাফসান জামান ও তার বাবা একেএম শামসুজ্জামান।
রাফসান জামান ও তার বাবা একেএম শামসুজ্জামান। ছবি : কালবেলা

নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ায় পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে তারা মনোযোগী হয়ে পড়ছেন বলে মনে করছেন এবারের মেডিকেল কলেজে ভর্তিতে প্রথম স্থান অর্জনকারী রাফসান জামান।

আজ রোববার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলে প্রথম হন তিনি। তার বাড়ি রংপুর সদরে হলেও বাবার চাকরির সুবাধে রাফসান পরিবারের সঙ্গে থাকেন চট্টগ্রামে। তিনি এসএসসি ও এইচএসসি পাস করেছেন রাজশাহী ক্যাডেট কলেজ থেকে।

রাফসান বলেন, ‘আমার প্রথম থেকেই আগ্রহ ছিল আমি ডাক্তার হব। সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। মোবাইল ফোনের প্রতি কোনোভাবে আমি আসক্ত ছিলাম না। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। এইচএসসি পরীক্ষা শেষে কোচিং সেন্টারের কিছু তথ্য আদান-প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহার করতাম। বর্তমান জেনারেশন মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যার কারণে পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে বেশি মনোযোগী।’

রাফসানরা এক ভাই-এক বোন। বোন সাদিয়া চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। বাবা একেএম শামসুজ্জামান চাকরিজীবী ও মা কাউছার নাজনীন গৃহিণী।

রাফসান জামান ও তার বাবা একেএম শামসুজ্জামান।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাফসানের বাবা শামসুজ্জামান বলেন, ‘আমার ছেলে প্রথম হয়েছে শুনে আমি প্রথমে অবাক হয়েছি। খুব খুশি লাগছে, পড়াশোনার প্রতি একাগ্রতা এবং তার মনোযোগ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com