কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন ও বহিরাগতদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাজীপাড়া সড়কে মানববন্ধন করে নিরাপদ ছাত্রাবাসের দাবি জানায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এরপর দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানের নেতৃত্বে ওয়ায়েদ স্যার ও আনোয়ার স্যার শিক্ষার্থীদের মারধর করেছে বলে অভিযোগ করেছে ভোক্তভোগী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজান ও কবির হোসেন মিল্টনের নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগত ছাত্রাবাসে এসে শিক্ষার্থীদের দ্রুত তাদের ছাত্রাবাস ছাড়তে চাপ দেয়। এসময় তারা শিক্ষার্থীদের ছবি তোলে এবং ভিডিও ধারণ করে, একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রাবাস খালি করার হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ।
এ বিষয়ে কবির হোসেন মিল্টনের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
মন্তব্য করুন