তালিমুল কোরআন এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন করেছেন তালিমুল কোরআন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা মো. নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদের পার্শ্বের হলে তালিমুল কোরআন এন্ড রিসার্চ সেন্টারের সেক্রেটারি সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালিমুল কোরআন এন্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা আব্দুস সবুর ফকির, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইকামাতে দ্বিনের বিজয়কে ত্বরান্বিত করার জন্য কুরআনের শিক্ষা অর্জনের বিকল্প নেই। আমরা দেশের প্রতিটি মানুষের কাছে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখি।
তিনি আরও বলেন, তালিমুল কোরআন এন্ড রিসার্চ সেন্টারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক মুসলিম যেন কোরআনের শুদ্ধ তেলাওয়াত ও কোরআন পাঠের বিষয়ে সম্মুখ জ্ঞান অর্জন করতে পারে। ইসলামী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য কোরআন চর্চা অত্যাবশ্যকীয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা আমরা মানুষের অন্তরে জাগ্রত করে দিতে চাই। পরিবার ও নিজেদের জীবনে ইসলামের মৌলিক ইবাদাতসমূহ যথাযথভাবে আদায় করাও আমাদের শিক্ষার একটি অংশ।
বিশেষ অতিথি আব্দুস সবুর ফকির বলেন, ঘরে ঘরে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে তালিমুল কোরআন এন্ড রিসার্চ সেন্টার। সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শেখা আমাদের দৈনন্দিন কাজেরই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইকামাতে দ্বিনের বিজয়ে কোরআন অধ্যয়ন করে আমাদের আন্দোলনের ময়দানে নিজেকে প্রস্তুত করতে হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রিয় নবী মুহাম্মাদ (সা.) এভাবেই দোয়া করতেন, আল্লাহ এই কোরআনের বরকতে আমাদের কল্যাণ দান করুন। সুতরাং সেই কোরআনের সঙ্গে সম্পৃক্ত থেকে আমরাও বরকতের প্রত্যাশা করি। কোরআনের সঙ্গে থাকার অর্থ হচ্ছে মহান আল্লাহর সঙ্গে নিজেকে রাখা। সত্য ন্যায়ের পথে তথা জান্নাতের পথে থাকা মানেই কোরআনের সঙ্গে থাকা। তাই কোরআনের আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. আব্দুল মান্নান, মাওলানা মোশাররফ হোসেন খান, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ড. আবদুছ ছবুর মাতুব্বর, কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা বোরহান উদ্দিন, অধ্যাপক আবদুল কাদের মিয়া, মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন