
শেয়ারবাজারের দরপতন ঠেকাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ দাম কমার সীমা সর্বোচ্চ ২ শতাংশ আরোপ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৬ মে) থেকে সার্কিট ব্রেকারের নতুন এই সীমা কার্যকর করা হবে। বুধবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।
এতে বলা হয়, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম করার ফলে এখন থেকে একদিনে কোনো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত কমাতে পারবে। এতদিন এ সীমা ছিল ৫ শতাংশ পর্যন্ত। একই সঙ্গে দাম বাড়ার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ করা হয়েছে।