
বর্তমানে তরুণরা খুব সহজেই টাকার মুখ দেখতে চায়। তবে তা না করে ধৈর্য্য ধরে ও লক্ষ্য স্থির করে এগিয়ে গেলেই জীবনে সফলতা আসবে বলে মনে করেন দেশের তৈরি পোশাক কারখানা ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন।
তিনি বলেন, ‘জীবনে প্রথম আমি আরব বাংলাদেশ ব্যাংকে ট্রেইনি অফিসার পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই। সেখানে আড়াই বছর চাকরি করার পর ১৯৯২ সালে যৌথভাবে একটি গার্মেন্টসের ব্যবসা শুরু করি। কিন্তু পার্টনারদের নীতিগত পার্থক্যের কারণে সেখান থেকে বেড়িয়ে ১৯৯৪ সালে নিজের একটা ছোট কারখানা দেই। তবে সেসময় শ্রমিকদের দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা ছিল না। আমার মনে আছে কারখানার প্রথম মাসে এক ভাইয়ের কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে আমি শ্রমিকদের বেতন পরিশোধ করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের গার্মেন্টসে ১৪ হাজার লোক কাজ করে। আমরা মূলত ইউরোপের ১৭ থেকে ১৮টা দেশে কাপড় রপ্তানি করি। আমরা নীতিগত ব্যবসার চর্চা করি। নীতিগতভাবে একটা মানুষ ঠিক থাকলে সে জীবনে সফল হবেই বলে মনে করেন রিয়াজ।’