বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
শেখ আবদুল্লাহ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ

কিস্তি পরিশোধের সময় ৯০ দিন পার হলেই খেলাপি

কিস্তি পরিশোধের সময় ৯০ দিন পার হলেই খেলাপি

বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ দেওয়ার শর্ত হিসেবে ব্যাংক ঋণ খেলাপি বিবেচনার সময় কমানোর শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত দিন থেকে ৯০ দিনের মধ্যে কোনো গ্রাহক ওই কিস্তি পরিশোধ করতে না পারলে তাকে খেলাপি ঘোষণা করতে হবে। এই নিয়ম সব ঋণের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এমনকি সরকারের নীতি সহায়তার অংশ হিসেবে বাড়তি সুবিধা পাওয়া কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণের ক্ষেত্রেও একই শর্ত আরোপ করেছে সংস্থাটি।

আইএমএফের এই শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলছে, নির্ধারিত দিনের ৯০ দিনের মধ্যে কিস্তি পরিশোধের বিষয়টি নিয়ে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের যে প্রস্তাব রয়েছে, সেখানে উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও এসএমই খাত নিয়ে দেশের চলমান নীতিতে এটা করা সম্ভব নয়।

এ ছাড়া আইএমএফ চায় ঋণের নিরাপত্তা সঞ্চিতি রাখার নিয়মও পরিবর্তন করা হোক। আন্তর্জাতিক এই ঋণ দাতা সংস্থা বলেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে সম্ভাব্য ঋণ ক্ষতি বা এক্সপেকটেড ক্রেডিট লস পদ্ধতিতে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে। কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো বর্তমানে যে ঋণ, যেভাবে খেলাপি বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখে অর্থাৎ লোন লস প্রভিশনিং করে থাকে। ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ এই নিয়ম অনুসরণ করে আসছে। খেলাপি নয়—এমন ঋণের ক্ষেত্রে ১ থেকে ৫ শতাংশ পর্যন্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়। আর খেলাপির প্রথম ধাপ সাব স্ট্যান্ডার্ড পর্যায় থেকে মন্দ বা কু ঋণের ক্ষেত্রে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, হঠাৎ করেই এক্সপেকটেড ক্রেডিট লস পদ্ধতিতে যাওয়া সম্ভব নয়। কমপক্ষে পাঁচ বছর লাগবে।

বাংলাদেশকে ঋণ দেওয়া হবে কিনা, তা পর্যালোচনার জন্য আইএমএফের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার ঢাকায় পৌঁছেছে। ১৫ দিনের সফরের প্রথম দিনে প্রতিনিধি দলটি অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের সঙ্গে বৈঠক করেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের সভায় এসব বিষয়ের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগে সরকারের ভূমিকা এবং আর্থিক খাত-সংশ্লিষ্ট পাঁচটি আইন সংশোধনের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

নির্ধারিত সময়ের পরে ৯০ দিনের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ না করলে খেলাপি করার নিয়ম এই মুহূর্তে বাস্তবায়ন করা কঠিন বলে মনে করছেন ব্যাংকাররা। এ ছাড়া অন্যান্য ঋণের মতো কৃষি ও এসএমই খাতকে ৯০ দিনের মধ্যে খেলাপি করার ক্ষেত্রেও আপত্তি রয়েছে তাদের।

দেশে সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন কালবেলাকে বলেন, এতে খেলাপি ঋণ বাড়বে। কৃষকরা ঋণ নিতে পারবেন না। যা দেশের কৃষি খাতের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। আবার কৃষি খাতের ছোট ব্যবসায়ীরাও সমস্যায় পড়বেন।

তবে আইএমএফের এ সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন কালবেলাকে বলেন, কৃষি ও এসএমই দুটি খাতই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এ খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহিত করতেই এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়া রাখা হয়েছে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে যায় না। তিনি বলেন, গ্রাহকের খেলাপি স্ট্যাটাস দ্রুত হলে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে না, বরং খেলাপি ঋণ কমবে।

বাংলাদেশ ২০১৯ সালের মধ্যে ব্যাসেল-৩ বাস্তবায়নের অঙ্গীকার করেছে এবং সে অনুযায়ী কাজ করছিল বাংলাদেশ ব্যাংক। তখন বিভিন্ন স্তরের খেলাপির জন্য ৯০, ১৮০ ও ৩৬০ দিনের সময়সীমা নির্ধারণ ছিল। ২০১৮ সালের পর অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসার পর এসব সময়সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন আইএমএফ বিভিন্ন শর্তারোপ করে বাংলাদেশকে ব্যাসেল-৩ বাস্তবায়নের দিকে নিতে চাচ্ছে।

চলতি অর্থবছর কৃষি খাতে ব্যাংকগুলোর ৩০ হাজার ৯১১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। গত অর্থবছর এর পরিমাণ ছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো নিজেরা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করে। অন্যদিকে, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিট ঋণ ও অগ্রিমের ২ দশমিক ৫০ শতাংশ হিসাব করে কৃষিঋণ বিতরণ করে। এ ছাড়া গত অর্থবছর ব্যাংকগুলো ২ লাখ ৭ হাজার ৩৯৫ কোটি টাকা এসএমই খাতে ঋণ বিতরণ করেছে।

ব্যাংকাররা জানান, শস্য ঋণ সাব-স্ট্যান্ডার্ড হয় দুই বছর পর। অন্যান্য কৃষি ঋণের ক্ষেত্রে এটি ১৫ মাস। আর এসএমই খাতে বিতরণ করা মধ্যমেয়াদি ঋণগুলোর কিস্তি পরিশোধ না করলে এক বছরের মাথায় তা সাব-স্ট্যান্ডার্ড করে ব্যাংকগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-২০ খেলতে সিলেটে ভারত নারী ক্রিকেট দল

সুদের ওপর কর অব্যাহতি পেল অফশোর ব্যাংকিং

এফডিসিতে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় বাচসাস’র নিন্দা

চবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে মারধর

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী থেকে চাঁদা আদায়ের অভিযোগ

সেতুমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি

পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

আদাবরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি, বিপাকে পুলিশ কনস্টেবল

১০

গরমে বেড়েছে ডায়রিয়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩

১১

একাধিক অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে এই তরুণী

১২

‘পরকীয়ার জেরে’ হত্যা করা হয় মিতুকে : মা

১৩

গাজার সেই শহরে আবারও নারকীয় হামলার ঘোষণা

১৪

রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদে 

১৫

যেসব জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা

১৬

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার’

১৭

গাজীপুরে তীব্র দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচ

১৮

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও একজনের নাম যুক্ত হচ্ছে

১৯

বিআরটিএ’র অভিযানে ৯ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা 

২০
*/ ?>
X