নতুন লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করল ফ্যানফেয়ার ও অপো

ফ্যানফেয়ারের বাংলাদেশ অফিসে অপো ও ফ্যানফেয়ারের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের সময় দুই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
ফ্যানফেয়ারের বাংলাদেশ অফিসে অপো ও ফ্যানফেয়ারের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের সময় দুই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

ফ্যানফেয়ার ও অপোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফ্যানফেয়ারের বাংলাদেশ অফিসে অপো ও ফ্যানফেয়ারের মধ্যে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ফ্যানফেয়ারের ম্যানেজিং ডিরেক্টর রাজীব হোসেন ও চিফ স্ট্র্যাটেজি অফিসার শওকত সিদ্দীকি এবং অপোর হেড অফ সেলস হালিম প্যান ও বিটুবি ম্যানেজার রেজাউর রহমান। ফ্যানফেয়ারের রয়েছে নিজস্ব শপ এফ মার্ট। ফ্যানফেয়ার এবং এফ মার্টকে কেন্দ্র করে সম্পন্ন হওয়া এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি সামনের দিকে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম ফ্যানফেয়ার বাংলাদেশ। যেটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ও ই-কমার্স হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইউজারদের প্রাধান্য দিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে। ফ্যানফেয়ার অ্যাপে ভালোমানের কন্টেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করেন এই অ্যাপের ইউজাররা। মানসম্মত ভিডিও শেয়ার করে ইউজাররা প্রতিনিয়ত জিতে নিচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার। এ ছাড়া ইউজারদের ভিডিওতে ব্র্যান্ড ফোকাস করে ভিডিও শেয়ার করলেই থাকছে মনিটাইজেশনের সুবিধা।  

এদিকে অপো বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি মোবাইল কোম্পানি। প্রতিনিয়ত অপোর নতুন নতুন আপডেটেড সব ফোন বাজারে আসছে যেটি সম্পর্কে গ্রাহকরা সব সময় জানতে চায়। সেসব বিষয়কে মাথায় রেখে ও অপোর প্রমোশনের জায়গাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে অপো সম্প্রতি যুক্ত হয়েছে ফ্যানফেয়ারের সঙ্গে। 

এখন থেকে ফ্যানফেয়ারের এফ মার্টে অপোর সব মডেলের ফোনের ডিসপ্লে থাকবে। এর ফলে যে কোনো মডেল ও ডিজাইন সম্পর্কিত সব তথ্য খুব সহজেই জানতে পারবেন গ্রাহকরা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com