
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকেল ৩টায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। এ ছাড়াও কাউন্সিলের সদস্য ব্যাংকের নির্বাহী পরিচালক, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কাজী ছাইদুর রহমান চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সামর্থ্য সৃষ্টি করতে প্রশাসনের পাশাপাশি নবনির্বাচিত কাউন্সিলের পরিষদকেও কাজ করার আহ্বান জানান।