সম্মানজনক কটলার অ্যাওয়ার্ডস পেলেন সাদিয়া হক

সম্মানজনক কটলার অ্যাওয়ার্ডস পেলেন সাদিয়া হক

‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ হিসেবে সম্মানজনক কটলার অ্যাওয়ার্ডস পেয়েছেন শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক। এর মাধ্যমে পেশাগত ক্ষেত্রে তার ঝুলিতে যুক্ত হলো আরও একটি অর্জন।

রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে মডার্ন মার্কেটিং সামিট-২০২৩ এ আনুষ্ঠানিকভাবে কটলার অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালটেন্সি ফার্ম কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেশন ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ। 

কটলার অ্যাওয়ার্ডসের লক্ষ্য হলো বিপণন, যোগাযোগ ও ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের পেশাজীবী ও ব্যতিক্রমী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ব্যবসায়িক শ্রেষ্ঠত্বকে সম্মান জানানো। দেশের বিপণন সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়িক নেতা ও খাত বিশেষজ্ঞদের একসাথে হয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এমন ব্যবসায়িক উদ্যোগকে এ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়। দেশের বিজনেস কেস স্টাডি নিয়ে অনুষ্ঠানে ‘প্রিন্সিপালস অব মডার্ন মার্কেটিং’ শীর্ষক একটি বই উন্মোচন করা হয়।

এ অর্জন নিয়ে সাদিয়া হক বলেন, ‘আজ এখানে দাঁড়িয়ে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে সম্মানজনক এ মার্কেটিং অ্যাওয়ার্ড নিতে পেরে অস্কার ও গ্র্যামি এই দুটি পদক একসাথে পাওয়ার মতো অনুভূতি হচ্ছে। অন্য বিজয়ীরা তাদের দক্ষতার মাধ্যমে দেশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের পাশাপাশি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।

বিভিন্ন খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাদিয়া হকের; মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠান এবং মিডিয়া ও প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। দীর্ঘদিনের সমৃদ্ধ অভিজ্ঞতা আর বিশেষ দক্ষতার আলোকেই তিনি শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, যা মাত্র চার বছরের মধ্যেই মার্কেট লিডারে পরিণত হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com