কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ৭৫ শিক্ষকের বেতন বকেয়া ৮৩ লাখ টাকা

কিশোরগঞ্জে ৭৫ শিক্ষকের বেতন বকেয়া ৮৩ লাখ টাকা

কিশোরগঞ্জে দুই বছর ধরে বেতন পাচ্ছেন না ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা (মশিগশি) কার্যক্রমের শিক্ষকেরা। তাদের প্রত্যেকের মাসিক বেতন পাঁচ হাজার টাকা। বর্তমানে ৭৫ জন শিক্ষকের ৮২ লাখ ৫০ হাজার টাকা বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া নতুন করে ২৯ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন।

একাধিক শিক্ষক বলেন, ৫ বছর ধরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষকতা করে আসছেন তারা। দুই বছর ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এদিকে সবকিছুর ব্যয় বেড়েছে। তার মধ্যে বিনা বেতনে চাকরি করতে হচ্ছে। সংসার চালাতে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। দ্রুত বেতনের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু বলেন, সরকারি রাজস্বে নয়, মূলত এই শিক্ষা কার্যক্রমটি প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হয়। এটি চলমান একটি প্রক্রিয়া। প্রতিবছর প্রজেক্টের নবায়ন করতে হয়। নবায়ন জটিলতায় বেতন বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যে জটিলতা ভেঙে শিক্ষকরা বকেয়া বেতনসহ চলমান বেতন পাবে।

জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড কর্মকর্তা গণপতি রায় বলেন, ‘২০২১ সালের জুনে পঞ্চম পর্যায়ে প্রজেক্টের মেয়াদ শেষ হয়। এরপর ২০২২ সালের জুনে একনেকে প্রজেক্টটি পাস হয়। প্রজেক্ট পাস হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় থেকে টাকা ট্রান্সফারের সুযোগ নেই। এর মধ্যে এই শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট পরিচালক পদটিও মাঝখানে কিছুদিন শূন্য ছিল। যে কারণে ২০২১ সালের জুলাই থেকে ৭৫ জন শিক্ষকের বেতন বকেয়া পড়েছে।

‘ফেব্রুয়ারি মাসে নতুন পরিচালক দায়িত্ব পেয়েছেন। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে টাকা ছাড় শুরু হয়েছে। শিক্ষকদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা। সেই হিসেবে তাদের প্রত্যেকের ২২ মাসের বকেয়া পড়েছে ১ লাখ ১০ হাজার টাকা। ৭৫ জনের ২২ মাসে বকেয়া পড়েছে ৮২ লাখ ৫০ হাজার টাকা। নতুন করে ২৯ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই শিক্ষদের অ্যাকাউন্টে বেতন চলে আসবে।’

জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক আকরাম হোসেন বলেন, সারা দেশেই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বেতন বকেয়া পড়েছিল। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে বেতন ছাড় করতে শুরু করেছে। কিশোরগঞ্জের সব শিক্ষকের তথ্য ও অ্যাকাউন্ট নম্বর মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে বেতন চলে আসবে। বিভিন্ন জেলার শিক্ষকরা বেতন পেতে শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিনের গুরুত্বপূর্ণ যেসব আমল

শুক্রবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

ছাত্রলীগ নেতার পা ভেঙে ফেলার হুমকি দিলেন এমপি

দাজ্জালের সঙ্গে দেখা হয়েছিলো যে সাহাবির

লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ / কুপিয়ে জখম ৩

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি

৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

পাবলিশহার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন মিতিয়া ওসমান

৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ দিল বিমান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

১০

‘নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য তুলে ধরার আহ্বান’

১১

লক্ষ্য যাত্রী সেবার মানোন্নয়ন  / ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিল বিমান

১২

নওগাঁয় সিআইডি পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১৩

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে সরিয়ে নেওয়া হয়েছে ১১ হাজার মানুষকে

১৪

প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি : দীপু মনি

১৫

প্রচণ্ড তাপদাহে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে যা করবেন

১৬

মেঘনায় জাটকা ধরায় ২০ জেলে আটক

১৭

হাইকমিশনারের সঙ্গে বৈঠক / বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন

১৮

মদ বিক্রেতার হামলায় আহত হয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর

১৯

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক রিমান্ডে 

২০
*/ ?>
X