দেশের গণতন্ত্র ৪ কর্মকর্তার হাতে : কর্নেল অলি
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘১৯৯৫ সালে আপনারা বলেছিলেন, বিএনপির অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এখন আমরা বলি আপনাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। শতকরা ৮০ ভাগ লোক মনে করে, আপনাদের অধীনে নির্বাচন হলে সেটি সুষ্ঠু হবে না। ব্রিজ বানিয়ে, রাস্তা বানিয়ে, উন্নয়ন করে মানুষের মন জয় করা যাবে না।’ এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার চান্দিনার মহিচাইল ইউনিয়নের শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন। রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলতে দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।’
এলডিপি সভাপতি আরও বলেন, ‘দেশের গণতন্ত্র চারজন কর্মকর্তার হাতে বন্দি। তারা হলেন- ডিসি, এসপি, ইউএনও এবং ওসি। এই চারজন লোক যদি ইমান, সততা, দেশাত্মবোধ ও দায়িত্ববোধ নিয়ে নির্বাচন করে তাহলে কোনো ভুল নির্বাচন হবে না।’
সম্মেলনে উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের দাতা সদস্য সুলতান মঈন আহমেদ রবিন ও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু তাহের।
এতে বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির ও ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ।