জাহাঙ্গীর মাহমুদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আলোহীন ভুলতা ফ্লাইওভার অপরাধীদের স্বর্গরাজ্য

আলোহীন ভুলতা ফ্লাইওভার অপরাধীদের স্বর্গরাজ্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ভুলতা ফ্লাইওভার আলোহীন থাকায় তা এখন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে। নামমাত্র থাকলেও কাজে নেই ভুলতা ফ্লাইওভারের এলইডি লাইটগুলো। এতে বছরজুড়ে আলোহীন ভুলতা ফ্লাইওভার।

জানা যায়, ২০২০ সালের ১৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের প্রথম চার মাস ফ্লাইওভারের লাইটগুলো জ্বললেও পরে বন্ধ হয়ে যায়। বর্তমানে ফ্লাইওভারে একটি লাইটও জ্বলে না। আলো না থাকায় অপরাধীদের নিরাপদ এলাকা হিসেবে ব্যবহার হচ্ছে ভুলতা ফ্লাইওভার। প্রতিদিন ডাকাতি থেকে শুরু করে ছিনতাইয়ের মতো অসংখ্য ঘটনা ঘটছে।

ভুলতা ফ্লাইওভারের পাশেই রয়েছে বৃহত্তর কাপড়ের পাইকারি বাজার গাউছিয়া মার্কেট। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে কাপড় কিনতে আসেন পাইকাররা। ফ্লাইওভারটি আলোহীন হওয়ায় এ সুযোগ কাজে লাগিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছে অপরাধীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভুলতা ফ্লাইওভারে সারি সারি ল্যাম্পপোস্ট। কিন্তু আলো নেই একটিতেও। ফ্লাইওভারের বিদ্যুতের মিটারটি এখনো সক্রিয়। তবে মিটার থাকলেও রাতে ফ্লাইওভারে ব্যবহৃত লাইটগুলোতে জ্বলছে না আলো। এতে পুরো এলাকাটি হয়ে উঠেছে ভূতুড়ে পরিবেশ। ফ্লাইওভার দিয়ে আসা-যাওয়ার সময় অপরাধীদের টার্গেটে পরিণত হন সাধারণ যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা। আলো না থাকায় এটি মাদক সেবনেরও নিরাপদ স্থানে পরিণত হয়েছে।

সূত্র জানায়, গত বছরের ১০ জুলাই সকাল ১১টার দিকে ভুলতা ফ্লাইওভারের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোস্তাফা নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গত ২১ আগস্ট মোটরসাইকেলে এসে গতিরোধ করে মালবাহী কাভার্ডভ্যানসহ ৩৮ লাখ ৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এ সময় বাধা দিতে গেলে কাভার্ডভ্যান চালক হাফিজুর মিয়াকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফ্লাইওভারে ফেলে যায়। ছোটখাটো ঘটনা ঘটে প্রতিদিনই।

উপজেলার ভুলতা বলাইখা গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, প্রায়ই এখানে ডাকাতি, ছিনতাই ও যাত্রী হয়রানির ঘটনা ঘটছে। মাঝেমধ্যে পুলিশ টহল দিলেও বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এ সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা।

গোলাকান্দাইল সাওঘাট এলাকার নুরুজ্জামান বলেন, লাইট না জ্বলায় যেমন নষ্ট হচ্ছে ফ্লাইওভারের সৌন্দর্য, তেমনি বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তাই দ্রুত লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজ রহমান কালবেলাকে জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ফ্লাইওভারে বাতি না জ্বলার কারণে অপরাধ বাড়ছে। অপরাধ প্রবণতা কমাতে নিয়মিত পুলিশি টহল অব্যাহত আছে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভারে আমাদের পল্লী বিদ্যুতের লাইন ঠিক রয়েছে। তাদের নিজেদের যান্ত্রিক ত্রুটির কারণে লাইটগুলো জ্বলছে না।

এ ব্যাপারে সড়ক ও জনপথের (সওজের) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস কালবেলাকে বলেন, ফ্লাইওভারে ব্যবহৃত বিদ্যুতের তারগুলো দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এ কারণেই মূলত সমস্যাটি হচ্ছে। ফ্লাইওভারে ব্যবহৃত তারগুলো অনেক দামি হওয়ায় কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি, শিগগির এ সমস্যার সমাধান হবে। ফ্লাইওভার এলাকায় নিরাপত্তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা বক্তৃতামালা অনুষ্ঠিত

গরমে পোষা প্রাণীর যত্ন নেবেন যেভাবে

ডিএনসিসিকে সহযোগিতা করবে চীনের আনহুই প্রদেশ

ঢাবিতে পঞ্চব্রীহি ধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

তিন মামলায় মামুনুল হকের জামিন 

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন তারকা

ঢাকার ভবন মালিকদের হুঁশিয়ারি দিলেন মেয়র তাপস

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বজুড়ে শুধু গরমেই বছরে মারা যান ১৮৯৭০ শ্রমিক

১১

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

১২

যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন পুতিন

১৩

সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতে নামল স্বস্তির বৃষ্টি

১৪

তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা

১৫

অফিসার নিয়োগ দেবে কাজী ফার্ম, আবেদন করুন দ্রুত

১৬

হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

১৭

অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসা করলেন না ডাক্তার, সমালোচনার ঝড়

১৮

টাইগারদের সঙ্গে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা

১৯

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
*/ ?>
X