
বান্দরবানের টংকাবতী এলাকা থেকে গ্রেপ্তার ৯ জঙ্গিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে তাদের কারাগারে পাঠানো হয়। আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বান্দরবানের সদর থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, গত রোববার রাতে বান্দরবান সদর উপজেলা টংকাবতী ইউনিয়ন থেকে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার মো. দিদার হোসেনসহ ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, তাজা কার্তুজ, বাইনোকুলার ও কম্পাস, সুইস গিয়ার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা শেষে সদর থানায় হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১২ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানে যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। এরপরই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন একটি জঙ্গি সংগঠনের খোঁজ মেলে।