সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি-জামায়াতকে না : নানক

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি-জামায়াতকে না : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান। লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করে মনে করেছিল আওয়ামী লীগকে নির্মূল করা যাবে। কিন্তু জাতির পিতার কন্যা শত বাধা-বিপত্তি উপেক্ষা করে দেশে এসে বলেছিলেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই, আমার বাবার হত্যার বিচার চাই।’

তিনি বলেন, ‘বিএনপি দেশ থেকে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল বিএনপি। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি। অগ্নি-সন্ত্রাসীর দল বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। আজ আবার ইউনিয়নে ইউনিয়নে মিছিল দিয়েছিল। কিন্তু কোনো ইউনিয়নে মিছিল নেই। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না। যখন নির্বাচন আসে তখন বিএনপি ভারত জুজুর ভয় দেখায়।’

আজ শনিবার সুনামগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। নানক বলেন, সাত বছর পর এই সম্মেলন সুনামগঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে এখানের পাঁচটি আসন আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেব।

তিনি বলেন, সরকার শুধু পদ্মা সেতু, মেট্রেরেল চালু করেনি অসহায় মানুষকে ঘরও দিয়েছে। নেত্রী সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়ক করার ঘোষণা দেওয়ার পর আমি শুনে খুশি হয়েছি। করোনার সময় বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের মাঠে নামতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনারা সবাই সাধারণ মানুষকে জানান, প্রচার করুন।

সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।

এর আগে সম্মেলন উপলক্ষে সকাল থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীদের পদচারণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতিত্ব করছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে পঞ্চব্রীহি ধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

তিন মামলায় মামুনুল হকের জামিন 

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন তারকা

ঢাকার ভবন মালিকদের হুঁশিয়ারি দিলেন মেয়র তাপস

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার

বিশ্বজুড়ে শুধু গরমেই বছরে মারা যান ১৮৯৭০ শ্রমিক

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন পুতিন

সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতে নামল স্বস্তির বৃষ্টি

১০

তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা

১১

অফিসার নিয়োগ দেবে কাজী ফার্ম, আবেদন করুন দ্রুত

১২

হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

১৩

অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসা করলেন না ডাক্তার, সমালোচনার ঝড়

১৪

টাইগারদের সঙ্গে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা

১৫

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

চাকরি দিচ্ছে কাজী ফার্মস, নেই বয়সসীমা

১৭

কালবেলায় প্রতিবেদন প্রকাশ / ভূমিদস্যু কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১০ আইনজীবীর আবেদন 

১৮

আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

১৯

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে / হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল

২০
*/ ?>
X