
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিক্ষুকের সারা দিনের কষ্টার্জিত ভিক্ষার প্রায় ১৫ কেজি চাল ছিনিয়ে নিয়েছে এক অজ্ঞাত ছিনতাইকারী। রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে।
ভিক্ষুক আব্দুর রশিদ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিখোড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভিক্ষা করে প্রায় ১৫ কেজি চাল সংগ্রহ করেন আব্দুর রশিদ। এরপর উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ডে এসে বিশ্রাম নেওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি এসে তাকে বলে ‘অমুক’ লোক আপনাকে সাহায্য দেবে তাড়াতাড়ি সেখানে যান- এই বলে তাকে সেখান থেকে সরিয়ে আব্দুর রশিদের উপার্জিত প্রায় ১৫ কেজি চাল ছিনতাই করে পালিয়ে যায় ওই ছিনতাইকারী।।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।