কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় সাতশ হেক্টর জমিতে সরিষা চাষ

কেন্দুয়ায় সাতশ হেক্টর জমিতে সরিষা চাষ

চলছে মাঘ মাস, মাঠ ভরা আমন ধানের যবনিকা টানতে না টানতেই আসন্ন সংকটের কথা মাথায় রেখে বেশি লাভের আশায় সরিষা বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের পাশাপাশি সরিষা থেকে অতিরিক্ত অর্থ পাওয়া যায় বলে অধিকাংশ জমিতে সরিষার চাষ করা হয়।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং, মোজাফফরপুর, পাইকুড়া, গণ্ডাসহ বিভিন্ন ইউনিয়ন সরেজমিন ঘুরে দেখা যায়, আমন ধান কাটার পর সরিষার বীজ বপন করেছন অনেকেই। তবে কোথাও কোথাও সরিষার বীজ বপনের জন্য প্রস্তুত করা হচ্ছে জমিগুলো, কোথাও আবার সরিষার চারা ৫-১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে পড়েছে।

উপজেলার চিরাং ইউনিয়নের চাষি হাবিবুর রহমান জানান, এ বছর ৮ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। সেই ধান কেটে সরিষা বীজ বুনে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় চার-পাঁচ হাজার টাকা। বিঘাপ্রতি সরিষা পাওয়া শস্য পাঁচ-ছয় মণ। তাতে খরচ বাদ দিলে ১০ হাজার টাকার মতো লাভ হয়। আশা করছি, ধানের মতো সরিষা থেকেও ভালো ফলন পাব। এ ছাড়া গণ্ডা ইউনিয়নের সরিষা চাষি মানিক মিয়ার ১ বিঘা জমিতে সরিষার বীজ বপন করেছি। গত বছর সরিষার মণ ছিল ২,৮০০ টাকা, এবার তার থেকে বেশি হলে লাভবান হবো। আর আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে সরিষা থেকে মোটামুটি একটি ভালো অর্থ পাব। লাভও হবে বেশি যা দিয়ে পরিবারের ভরণপোষণ জোগাতে পারব বলে আশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৪৫০ হেক্টর জমিতে উৎপাদিত সরিষা বারী-১৭, বিনা-৪ সরিষা চাষ হয়েছে। এগুলো থেকে হেক্টরপ্রতি ১ দশমিক ২ টন ফলন হয়েছিল। তবে এ বছর ৭০০ হেক্টর জমিতে বারী সরিষা-১৪, বিনা-৭, বারী-১৮, বারী-১৯ বীজ বপন করা হয়েছে। যেখানে হেক্টরপ্রতি ১ দশমিক ৩ টন ফলন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম শাহজাহান কবীর বলেন, এ বছর ২ হাজার কৃষককে বারি সরিষা ১৪ বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতিটা আবাদে কৃষকদের ভালো ফসল উৎপাদনের লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ থেকে সার, বীজ, কৃষি যন্ত্রপাতিসহ প্রতিনিয়ত নানাবিধ পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও কৃষি প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভোজ্যতেলের দাম বাড়ায় পরিবারের তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন অনেক কৃষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৬ সেনা

জাভির পর কে হবেন বার্সা কোচ!

১ ঘণ্টায় শেষ রেলের ১৪ হাজার টিকিট

বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা

গুগলে ৪ বিষয়ে এড়িয়ে না গেলে বিপদ

নাটোরে স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক

নওগাঁয় সাড়া ফেলেছে নতুন জাতের মুরগি ‘বাউ চিকেন’

টাঙ্গাইলে সংঘর্ষের পর আগুনে পুড়ল লরি ও কাভার্ডভ্যান

দৌলতদিয়ায় ফেরি পারাপারে অনিয়মের অভিযোগ

৫ বিদেশি খেলিয়ে আলোচনায় রাজস্থান

১০

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে ৪৫ তীর্থযাত্রী নিহত

১১

সেভ দ্য চিলড্রেনে নিয়োগ, নেই বয়সসীমা

১২

ক্রেতা সংকটে তরমুজ বিক্রেতারা

১৩

কুমিল্লার হাসপাতালে অভিযান চালিয়ে সেই লিফট সিলগালা

১৪

সাভারে পিনিক রাব্বী গ্রুপের অন্যতম সদস্য রাজিব গ্রেপ্তার

১৫

নন্দীগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি তুহিন, সম্পাদক হানিফ

১৬

মাইকে আজানের অনুমতি পেল ইতালির যে শহর

১৭

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

১৮

আজ পাওয়া যাচ্ছে ৮ এপ্রিলের ট্রেনের টিকিট

১৯

ঈদকে কেন্দ্র করে জালনোটের কারবার, গ্রেপ্তার ৩

২০
*/ ?>
X