যুবদল নেতা দিপু আর নেই

মনোয়ার হোসেন দিপু।
মনোয়ার হোসেন দিপু।ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও মনোয়ার টেইলার্সের মালিক মনোয়ার হোসেন দিপু আর নেই। আজ শুক্রবার ভোরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মনোয়ার হোসেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আনছার আলী মণ্ডলের ছেলে। হলিধানী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মনোয়ার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ ক’দিন ধরে অসুস্থবোধ করছিলেন মনোয়ার। আজ ভোরে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। জুমার নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস ও যুবলীগ নেতা হারুন অর রশিদ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com