লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সভায় দুই গ্রুপের সংঘর্ষ-হাতাহাতি

বুধবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জি এম কাদের ও রওশন এরশাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ-হাতাহাতির ঘটনা ঘটে।
বুধবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জি এম কাদের ও রওশন এরশাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ-হাতাহাতির ঘটনা ঘটে। ছবি : কালবেলা।

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির পরিচিতি সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে দলের চেয়ারম্যান জি এম কাদের ও রওশন এরশাদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে দুপক্ষের কোনো পক্ষই আহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি।

জি এম কাদের সমর্থক সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, পূর্ব ঘোষিত নির্ধারিত স্থানের নির্দিষ্ট সময়ে তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার সমাপ্তির মুহূর্তে কিছু দুষ্কৃতকারী এসে তাদের ওপর হামলা করে এবং তাদের ব্যানার ছিঁড়ে ফেলে। একপর্যায়ে উভয় পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জি এম কাদের সমর্থক নেতাকর্মীদের বেশ কয়েকটি মোবাইল চুরি হওয়ার অভিযোগ করেন তিনি।

একই গ্রুপের সমর্থক লক্ষ্মীপুর পৌর কমিটির নবঘোষিত সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু বলেন, গত ১০ এপ্রিল ৪১ সদস্যবিশিষ্ট লক্ষ্মীপুর পৌরসভা কমিটি ও ৭১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ। তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নেতা মাহামুদুল হাসান সাহেবের সঙ্গে সমন্বয় করে এসব কমিটি দেন।

জিয়াউল হুদা আরও বলেন, এদিন আমরা দুটি কমিটির পরিচিতি সভা করছিলাম। শান্তিপূর্ণ সভার শেষের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনাটি ঘটে। আরিফুর রহমান, মহিন, জাহাঙ্গীর ও মাহাবুবসহ সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

ছবি : কালবেলা।
ছবি : কালবেলা।

লক্ষ্মীপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক দাবিদার (রওশন এরশাদ সমর্থক) মো. আরিফুর রহমান বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, নিজেদের ভেতরে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনায় বসেছি। পরে জানাব।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ উল্যাহর সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সদর মডেল থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com