সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচার ছাড়াই রোগীর পেট থেকে বের করা হলো ১৫টি কলম

অস্ত্রোপচার ছাড়াই রোগীর পেট থেকে বের করা হলো ১৫টি কলম

কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া এন্ডোস্কপির মাধ্যমেই রোগীর পেট থেকে ১৫টি কলম বের করেছেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মেডিকেল সাইন্সের ইতিহাসে বিনা অস্ত্রোপচারে রোগীর পেট থেকে এতগুলো কলম বের করার ঘটনা এটিই প্রথম বলে দাবি চিকিৎসকদের।

আব্দুল মোতালেব নামে ওই রোগী একজন মানসিক প্রতিবন্ধী। তিনি বেলকুচি উপজেলার খুকনি আটার দাগ গ্রামের বাসিন্দা। মোতালেব ৪-৫ বছর ধরে বিভিন্ন সময়ে এসব কলম আস্ত গিলে খেয়েছেন বলে চিকিৎসকদের ধারণা।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন মোতালেব। প্রায় বছরখানেক স্থানীয় একাধিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করেও রোগ ধরা পড়ছিল না। ১৫ দিন আগে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তাকে ভর্তি করানো হয়। সেখানেও পরীক্ষা-নিরীক্ষায় রোগ ধরা পড়ছিল না। এ অবস্থায় তাকে মেডিসিন বিভাগ থেকে সার্জারি বিভাগে রেফার্ড করা হয়। সার্জারি বিভাগে রোগীকে এন্ডোস্কপি করলে পেটের ভেতরে কলম থাকার বিষয়টি নিশ্চিত হয়। গত ২৫ মে সকাল ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করা হয়। তবে তার পেটে আরও ৩-৪টি কলম রয়েছে বলেও জানান চিকিৎসকরা।

মোতালেবের মা লাইলী বেগম বলেন, ‘এক বছর ধরে তার ছেলের পেটের ব্যথা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হয়নি। ১৫ দিন আগে সমস্যা আরও বেশি হয়। খেতে পারে না, বমি করে। এ কারণে তাকে এই হাসপাতালে আনা হয়। এখানে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে পেটের মধ্য থেকে কলম বের করেন ডাক্তাররা।’

তিনি আরও বলেন, ‘১২ বছর ধরে তার ছেলে মানসিক রোগী। মানসিক ডাক্তারও দেখানো হয়েছে। কলমগুলো অজ্ঞান অবস্থায় খেয়েছে সে।’

শহীদ এম মনসুর আরী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম বলেন, ‘রোগীকে মেডিসিন বিভাগ থেকে রেফার্ড করার পর বৃহস্পতিবার এন্ডোস্কপি করার শুরু করি। তখন পাকস্থলীতে আমরা ১৯-২০টা কলম দেখতে পাই। পাকস্থলীর মধ্যে টাইট করে আটকে আছে কলমগুলো। বিভাগীয় প্রধান ডা. জাহিদ স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করে আনার সিদ্ধান্ত নিই। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ পাকস্থলীতে নরম একটা মাংসের স্তর থাকে। সেখানে কলম আটকে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি আস্ত কলম গিলে ফেলার বিষয়টি চিন্তাও করা যায় না। গত চার-পাঁচ বছর ধরে হয়ত গিলে খেয়েছে। কলমের কালারগুলো নষ্ট হয়েছে। এটি বের করার সময় ভয় ছিল যে খাদ্যনালি বা শ্বাসনালির কোথাও ইনজুরড হতে পারে। আরও কয়েকটি কলম রয়েছে আমরা সেগুলো আগামী সোমবার বের করে আনব।’

সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পেটে ব্যথায় ভুগছিলেন মোতালেব। কোনোভাবেই ডায়াগনসিস করা যাচ্ছিল না। অবশেষে আমাদের এখানে ভর্তি হলে এন্ডোস্কপি করে পাকস্থলীর সমস্যা জানার চেষ্টা করি। এন্ডোস্কপির পর আমরা অবাক হয়ে দেখি তার পেটের মধ্যে অনেকগুলো কলম। ঝুঁকিপূর্ণ হলেও আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নিই। এখানে রক্তক্ষরণের শঙ্কা ছিল, ইনজুরি হওয়ার ভয় ছিল। একটি করে ধরে ধরে ১৫টি কলম বের করে আনতে হয়েছে। প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। রোগী সুস্থ রয়েছে, মানসিক ডাক্তাররা তাকে দেখছেন। মেডিকেল সাইন্সের ইতিহাসে পেটের মধ্যে এতগুলো কলম বের করা এটিই প্রথম। সম্ভবত আমরাই প্রথম এই সাফল্যের কাজটি করতে পেরেছি।’

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক বলেন, ‘অস্ত্রোপচার ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ১৫টি কলম বের করেছে আমাদের চিকিৎসকরা। দেশের কোথাও এমনটি হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের এখানে উন্নতমানের অত্যাধুনিক সব মেশিন রয়েছে। আটটি এন্ডোস্কপি মেশিন আছে যার সবগুলো অত্যাধুনিক। প্রতি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে যেগুলো চালু আছে অথবা অল্প দিনের মধ্যেই চালু হবে। উত্তরাঞ্চলের জনগণের জন্য আশার কেন্দ্র হবে এই হাসপাতালটি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হিটস্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

ঢাকার ‘নীল জোছনা’য় পাওলি দাম

অ্যানড্রয়েড ফোনে ই-সিম বদলানো যাবে সহজে

চিতাবাঘের আক্রমণ থেকে তারকা ক্রিকেটারকে বাঁচাল কুকুর

বৃষ্টি কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

আগুনে পুড়ছে শাল-গজারির বন

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের

সমর্থকদের সমালোচনায় হাসি পায় সাকিবের

ঢাকার কোথায় তাপমাত্রা কম ও তীব্র

হোয়াইট বোর্ডকে শেখ হাসিনার সাক্ষাৎকার

১০

বৃষ্টির প্রার্থনায় অঝোরে কাঁদলেন রাঙামাটির মুসল্লিরা 

১১

বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, কৃষকলীগ নেতা নিহত

১২

৬০ হাজার টাকা বেতনে ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৩

আ.লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে : রিজভী

১৪

কুড়িগ্রামে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

১৫

ইন্টারনেট ছাড়াই ছবি-ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

১৬

নেট দুনিয়ায় ভাইরাল বিমানবালাকে পাইলটের বিয়ের প্রস্তাব

১৭

‘হিট অ্যালাট’ এর মেয়াদ বাড়ল

১৮

গাজায় জিম্মি ইসরায়েলির ভিডিও প্রকাশ

১৯

আ.লীগ নেতা টিপু হত্যা / অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল

২০
*/ ?>
X