ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে : রেলমন্ত্রী

রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে : রেলমন্ত্রী

বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিএনপি-জামায়াত সরকার যেসব রেলপথ উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রসারণের কাজে হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীতে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চিলমারী নদীবন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বন্দরটির সঙ্গে রেল-নৌ যোগাযোগ স্থাপনের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। যাতে করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসার বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়।’

নূরুল ইসলাম সুজন আরও বলেন, ‘বিগত কোনো সরকারই রেলের উন্নয়নে কাজ করে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলার সঙ্গে আধুনিক রেল যোগাযোগ স্থাপন করতে চান। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। যে জেলাগুলোতে রেল ব্যবস্থা নাই সেসব জেলাতে রেললাইন বসানো কাজ শুরু হবে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদীতে যাত্রীর আসন সংখ্যা বাড়ানো, মুক্তমঞ্চ পুনঃনির্মাণ, রেলগেটে ওভারপাস নির্মাণ ও ঈশ্বরদী রেলওয়ে জংসনকে আধুনিক করে গড়ে তোলার দাবি জানান।

রেলওয়ের পশ্চিামঞ্চলের মহাব্যবস্থাপক মুহাম্মদ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) লিয়াকত শরীফ খান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

পরে রেলমন্ত্রী ঈশ্বরদী রেলওয়ে জংশনে পুনঃনির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন। এ সময় ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র মো. ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের শুরুতেই ঈশ্বরদী জংশন স্টেশনের পুরাতন ফুটওভার ব্রিজের পাশেই নতুন আরেকটি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। ৪৪০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট চওড়া ও প্রায় ২৫ ফুট উঁচু ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ করেছে চট্টগ্রামের মায়া লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব

নওগাঁয় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

হঠাৎ বার্সা কোচের ‘ইউটার্ন’

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাচ্ছে না ভারত!

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আটকে দিল কুমির, ভিডিও ভাইরাল

কী আছে আজ আপনার ভাগ্যে

১০

নাটোরে ইসতিসকার নামাজ আদায়

১১

শ্রমিক সংকটে বোরো চাষিরা

১২

২৮৮ সেনা-বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর

১৩

পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা

১৪

৪০ দিন আগেও প্রস্তুত নয় বিশ্বকাপের ভেন্যু

১৫

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৮

বোরো আবাদে হিটশকের শঙ্কা

১৯

এসির ‘টন’ মানে কী?

২০
*/ ?>
X