গাজীপুর সিটি নির্বাচন : ব্রি-প্রগতি কেন্দ্রে শুধুই নৌকার এজেন্ট

নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএমের কারণে ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। ফলে বাইরে ভোটারদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা গেছে।

গাজীপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি-প্রগতি) প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কেবলই নৌকা মার্কার এজেন্ট বুথে রয়েছেন। ছয়টি বুথের একটিতে হাতপাখা মার্কা প্রার্থীর একজন এজেন্ট রয়েছেন বলে জানান সহকারী প্রিসাইডিং কর্মকর্তা।

সরেজমিনে দেখা গেছে, ব্রি-প্রগতি ভোটকেন্দ্রের বিভিন্ন বুথে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বসে আছেন। তাদের সবার গলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহর ছবি সংবলিত কার্ড ঝুলানো রয়েছে। কেউ কেউ নিজেদের কাউন্সিলর প্রার্থীর এজেন্ট হিসেবে দাবি করেন।

এই কেন্দ্রে মোট ১ হাজার ৯৪১ পুরুষ ভোটার। বুথ ছয়টি। দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, ১২টা পর্যন্ত ২৭৭ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বয়স্ক ভোটাররা ইভিএমে ঠিকমতো ভোট দিতে পারেন না। তাছাড়া মাঝে মাঝে ইভিএম মেশিনও হ্যাং হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানান।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান শিকদার কালবেলাকে বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। ইভিএম মেশিন ঠিক আছে। তবে বয়স্ক লোকরা অনেকে ইভিএম মেশিনের ব্যবহার করতে জানে না বলে জানান। সব প্রার্থীর এজেন্ট রয়েছে দাবি করলেও কয়েকটি বুথে দেখতে গেলে নৌকা মার্কার এজেন্ট ছাড়া অন্যদের দেখা যায়নি।

পরে তিনি বলেন, সব প্রার্থীর এজেন্ট ছিল। হয়ত কোথাও গেছে। আপনাদের অনুমতি ছাড়া বুথের বাইরে যাওয়ার নিয়ম নেই বললে প্রিসাইডিং কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com