
নড়াইলের লোহাগড়ায় মাদক মামলায় তিন বছরের সাজা হয় মো. হানিফ খাঁর। সেই সাজা এড়াতে দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিলেন তিনি। এরপরও শেষ রক্ষা হয়নি তার। পুলিশের হাতে ধরা পড়েন এই আসামি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে গোপিনাথপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৯ বছর পলাতক ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।