সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

মেয়রের সমর্থকদের ওপর এমপির লোকজনের হামলা, আহত ১০

মেয়রের সমর্থকদের ওপর এমপির লোকজনের হামলা, আহত ১০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশের সামনেই প্রতিপক্ষের ওপর এমপি আব্দুল মমিন মণ্ডলের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এমপি ও মেয়র গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমপির সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক।

সংঘর্ষে আহতদের মধ্যে বেলকুচি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া যুবলীগ সদস্য রিপন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা পাভেল, মনসুর আহাম্মেদ, শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার, সাব্বির হোসেন, নাবিন মণ্ডল, আব্দুস সালাম, রতন, ওমর ফারুক স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বিকেলে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাসহ নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ সেখানে পুলিশ আসে। এর কিছুক্ষণের মধ্যেই এমপি মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নেতৃত্বে মোতালেব, আলমাছসহ ৩০ থেকে ৩৫ জনের একটি দল এসে দলীয় কার্যালয়ে মিটিং করতে চায়। এ সময় দুপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এমপির সমর্থকরা ওসির সামনেই রেজার সমর্থকদের মারধর করেন। বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে এমপির সমর্থকরা মিছিল নিয়ে চালা গ্যারেজ এলাকায় পত্রিকার এজেন্ট দৌলত মণ্ডলের দোকান ভাঙচুর করেন এবং সাবেক ছাত্রলীগ নেতা শিপন আহমেদকে হাতুড়িপেটা করেন। মিছিলের ফুটেজ সংগ্রহ করতে গেলে একাত্তর টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক উজ্জ্বল অধিকারীকে মারধর করা হয়।

দৈনিক ইনকিলাব পত্রিকার বেলকুচি প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবু বলেন, ‘আমিসহ চার সাংবাদিক দলীয় কার্যালয়ের সামনে পুলিশের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে এমপির সমর্থক রিজন ও হোসেন অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে রিজন আমার ওপর হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা চলে যায়। মিছিল নিয়ে বের হয়ে তারা সাংবাদিক উজ্জ্বলকে মারধর করে।’

এ বিষয়ে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘বিকেলে পার্টি অফিসের সামনে বসে চা খাচ্ছিলাম। এমন সময় এমপি আব্দুল মমিন মণ্ডলের অনুসারীরা পরিকল্পিতভাবে পিএস সেলিমের নেতৃত্বে থানার ওসির সহযোগিতায় আমাদের লোকদের মারধর করে। ওসি নিজেই এমপির হয়ে অ্যাকশন শুরু করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডামি নির্বাচনের সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী

কাশ্মীরে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে, নিহত ১০

যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন সাবেক কিউই তারকা

রাজার আমন্ত্রণে ভুটানে তথ্য প্রতিমন্ত্রী

নেতাকে ফাঁসাতে গিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

কালবেলায় সংবাদ প্রকাশ / স্বাধীনতা দিবসের নামে চাঁদা দাবি করায় ইউএনওর ২ স্টাফ বদলি

স্কুটারে বসেই অফিস করছেন তিনি, ভিডিও ভাইরাল

মোস্তাফিজদের ম্যাচ দেখায় নতুন রেকর্ড

এখনো যুদ্ধ করার ক্ষমতা রাখে ফিলিস্তিনিরা

‘বিএনপি নেতাদের কথা শুনলে জিয়াউর রহমানও লজ্জা পেয়ে যেতেন’

১০

কুমিল্লায় গত ১১ মাসে শতাধিক মামলায় গ্রেপ্তার ৪৬৭

১১

বৃষ্টি হলেই সড়ক হয়ে যায় পুকুর, জনদুর্ভোগ চরমে

১২

ব্রিটিশ গণমাধ্যমের তালিকা / পেলে-ম্যারাডোনা নয় সর্বকালের সেরা মেসি

১৩

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

১৪

৫ হাজার মূল্যের বাতি ২৭০০০ টাকায় কিনেছে রেল!

১৫

মেট্রোরেলের ওপর দিয়ে যাওয়া ইন্টারনেট-ডিসের তার অপসারণের নির্দেশ

১৬

২০০ বছরের পুরোনো ‘গায়েবি’ মসজিদের গুপ্ত তথ্য

১৭

বিএনপির নেগেটিভ রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

১৮

জজশিপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

১৯

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৬ সেনা

২০
*/ ?>
X