
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আবারও মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক খুন হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত রশিদ বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে নিজ শেডে ফেরার সময় রশিদকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এর আগে গত ৭ মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক নামে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার আগের মাসের শুরুতে একটি এনজিওর নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করা হয়।
সম্প্রতি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুনের ঘটনা ঘটছে। এতে করে আতঙ্ক বাড়ছে ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে। এর মধ্যেই কয়েকদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই হাজার ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ঘটনা পরিকল্পিত বলে দাবি করেছেন রোহিঙ্গা নেতারা।