বর এলেন ঘোড়ায় চড়ে, এমপি হেলিকপ্টারে

শনিবার হেলিকপ্টারে করে বিয়ের দাওয়াত খেতে যান রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
শনিবার হেলিকপ্টারে করে বিয়ের দাওয়াত খেতে যান রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ছবি : কালবেলা

দাদা বিয়ে করতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে। আর বউ এনেছিলেন পালকিতে। ছোটবেলা থেকে সেই গল্প শুনে বড় হওয়া মতিউর রহমান হালিমও বিয়ে করতে গেলেন ঘোড়ায় চড়ে এবং কনে আনলেন পালকিতে। আর তাদের সেই বিয়ের দাওয়াত খেতে হেলিকপ্টারে চড়ে গেলেন এক এমপি। বিয়ে বাড়িতে ঘোড়া, পালকি আর হেলিকপ্টার দেখে অবাক হয়েছেন এলাকার লোকজন। 

আজ শনিবার রাজশাহীর বাগমারা উপজেলায় এই বিয়ে হয়। বর মতিউর রহমানের বাড়ি উপজেলার ভরট্ট গ্রামে।

আঁখির বিয়েতে অতিথি হিসেবে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। হেলিকপ্টারে করে ঢাকা থেকে উড়ে যান তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারেই ফেরেন। এদিন স্থানীয় ফুটবল মাঠে হেলিকপ্টারটি নামে এবং উড়ে। গ্রামে প্রথমবার হেলিকপ্টারের এই দৃশ্য দেখতে ফুটবল মাঠে ভিড় করে মানুষ।

কনের বাবা সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হক বলেন, তার মেয়ের বিয়েতে স্থানীয় এমপি এনামুল হকসহ প্রায় তিন হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল। তারা সবাই এসেছিলেন। বর ঘোড়ায় এসে পালকিতে করে কনে নিয়ে গেছেন। এমপি এসেছিলেন হেলিকপ্টারে। এই বিষয়গুলো গ্রামবাসীর ভালো লেগেছে। সবার কাছে এই বিয়েটা অনেক দিন মনে থাকবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com