
রমজানের আগে দ্রব্যমূল্যের বাজারে সবাই যেন একসঙ্গে হুমড়ি খেয়ে না পড়ে সে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের পুলিশ লাইন্সের মিলনায়তনে রোটারি ক্লাব অব উত্তরা আয়োজিত ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজানে নতুন করে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। বাজার মনিটরিংয়ের জন্য র্যাব, পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
ওই সময় উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মিলন মাহমুদ, রোটারি ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার আবিদ হোসেন, পুনাক চাঁদপুরের সভানেত্রী আফসানা শর্মীসহ অনেকে।