দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিপণ না পেয়ে ৬ বছরের শিশু হত্যা

মুক্তিপণ না পেয়ে ৬ বছরের শিশু হত্যা

কুমিল্লার দাউদকান্দি সদরের উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রাম থেকে গত শনিবার দুপুরে অপহৃত হয় ৬ বছরের শিশু তানিশা। ওই দিন বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়িতে ফেরেনি সে। পরে শিশুটির চাচাকে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সেই টাকা দিতে দেরি হওয়ায় হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয় শিশুটিকে। গত শনিবার গভীর রাতে বাড়ির পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ছোট্ট শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তানিশার চাচা ফয়সাল জানান, তার ভাই প্রবাসী রাসেল মিয়ার মেয়ে তানিশা। স্থানীয় কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে পড়ত। শনিবার অপরিচিত

নাম্বার থেকে আমাকে ফোন করে ভাতিজি কোথায় জানতে চাওয়া হয়। উত্তরে বাড়িতে আছে বললে তারা বলে বাড়িতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বিষয়টি মেম্বারকে জানাই। তিনি পুলিশকে জানান। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই রাতেই মাহফুজকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যে বাড়ির পাশের ভুট্টার জমিতে তানিশার মরদেহ পাওয়া যায়।

তানিশার মা শারমিন আক্তার জানান, পাশের বাড়ির মোর্শেদা ম্যাডামের কাছে প্রাইভেট পড়ত তানিশা। শনিবার প্রাইভেট পড়তে বের হয়ে গেলেও ম্যাডামের কাছে পৌঁছায়নি। পরে খবর পাই মেয়েকে অপহরণ করেছে। তারা ২ লাখ টাকা চায়। ২৫ হাজার টাকাও দেওয়া হয়েছে। তারপরও তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। এ সময় বারবার মূর্ছা যেতে থাকেন শারমিন। বলেন, আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

স্থানীয় মেম্বার শাজাহান মিয়া বলেন, শনিবার বিকেল ৩টার দিকে তানিশা নিখোঁজ হয়। পরে জানতে পারি তাকে অপহরণ করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় রাতে ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, আমাদের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। আটক চারজনের নামসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে শিশুটির মা শারমিন আক্তার অভিযোগ দিয়েছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দোষীদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষাভ

এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে হত্যাকারীদের বিচার দাবিতে থানার সামনে তানিশার লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা। সেখান থেকে লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় এসে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা বলেন, হত্যাকারী মাহফুজ, আশিক, লিটন ও রতনকে পুলিশ আটক করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তির ফাঁসি চাই।

এ সময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, পৌর মেয়র নাইম ইউসুফের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির আইন বিভাগ / ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিক্ষার্থীকে চেয়ারম্যানের শোকজ ও হুমকি

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

ভূমি কর্মকর্তাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারাইন

রাতে দেখা যাবে ‘গোলাপি’ চাঁদ

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোর

হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ

স্নাতক পাসে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

১০

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ

১১

গাজায় ইসরায়েলের গণহত্যা / বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, চলছে গণগ্রেপ্তার

১২

কাপ্তাইয়ের লোকালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর

১৩

সরকারপ্রধানের ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

১৪

শাকিবের ‘তুফান’-এ  চঞ্চল চৌধুরী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে জয়ীদের সাক্ষাৎ

১৬

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল

১৭

ওয়ালটন প্লাজায় ইন্টার্ন পদে চাকরি, কর্মস্থল ঢাকা

১৮

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত ইন্টারের

১৯

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

২০
*/ ?>
X