
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক মাদক ব্যবসায়ী তার বাড়ির চারপাশে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগিয়ে আলোচনায় এসেছেন। স্থানীয়রা বলছেন, দুই যুগের বেশি সময় ধরে ওই পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মূলত বাড়িতে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগে থেকে টের পেতে এসব ক্যামেরা লাগানো হয়েছে। যাতে করে অনেকটা ‘নিরাপদে’ মাদক বিক্রি করা যায়।
ওই মাদক ব্যবসায়ীর নাম আলী আশরাফ। তিনি এলাকায় ‘ইয়াবা আলী’ নামে পরিচিত। সরেজমিন দেখা গেছে, বাড়ির প্রধান ফটকসহ ঘরের কোণায় তিনটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আলীর পরিবারের একাধিক সদস্য জানান, তারা আগে মাদক ব্যবসা করলেও এখন আর করেন না। মাদক বিক্রির জন্য তাদের পরিবারের তিনজন সদস্য বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাদের যেন কেউ হয়রানি করতে না পারে এবং সতর্ক অবস্থানে থাকতেই বাড়ির গেটসহ তিন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছেন।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, বিষয়টি জেনেছি। কোনো মাদক বিক্রেতা তার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে থাকলে সেখানে পুলিশের কিছু করার নেই।