মার্কেট বিএনপি নেতার, ভাড়া তুলছেন আ.লীগ নেতা

গৌরনদী উপজেলার বাকাইবাজারে বিএনপি নেতা আক্কেল আলী সরদারের সেই মার্কেট।
গৌরনদী উপজেলার বাকাইবাজারে বিএনপি নেতা আক্কেল আলী সরদারের সেই মার্কেট।ছবি : কালবেলা

বরিশালের গৌরনদী উপজেলায় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বিএনপি নেতার মার্কেটের ৪০টি দোকানের ভাড়ার টাকা প্রভাব খাটিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।

জানা গেছে, বিএনপি নেতা আক্কেল আলী সরদারের মার্কেটটি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাইবাজারে।

মার্কেটের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মার্কেটের মালিক আক্কেল আলী সরদারের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। যে কারণে অনেকদিন পর্যন্ত মার্কেট তালাবদ্ধ ছিল। পরে দোকানের ভাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে জমা দিতে হবে এই শর্তে মার্কেটের সব দোকান খুলে দেওয়া হয়। আক্কেল আলীকে ভাড়ার টাকা দেওয়া হলে ফের মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ নেতাদের এমন হুমকিতে মাসের দোকান ভাড়ার টাকা গত ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা মতলেব মাতুব্বরকে দিতে হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে মার্কেটের মালিক বিএনপি নেতা আক্কেল আলী সরদার বলেন, ‘খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর তার দলবল নিয়ে সোমবার মার্কেটে ঢুকে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ফের মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পরে মার্কেটের ৪০ জন ব্যবসায়ী দোকান ভাড়ার প্রায় ৭০ হাজার টাকা আওয়ামী লীগ নেতা মতলেবকে দিতে বাধ্য হন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো বিচার পাইনি।’

এ বিষয়ে বাকাইবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বলেন, ‘শুনেছি ব্যবসায়ীরা সবাই ভাড়ার টাকা দিয়েছেন। তবে ভাড়ার টাকা দেওয়ার সময় আমি ছিলাম না।’

হুমকি দিয়ে ভাড়া দিতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা মতলেব মাতুব্বর বলেন, ‘ব্যবসায়ীরা সাদা কাগজে স্বাক্ষর করে আমার কাছে ভাড়া দেওয়ার অঙ্গীকার করেছিলেন।’

এক মাস আগে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি সভায় যোগ দেওয়ার অপরাধে বিএনপি নেতা আক্কেল আলী সরদারের মার্কেটটি তালাবদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। পরে আওয়ামী লীগ নেতাদের কাছে ভাড়ার টাকা পরিশোধ করার শর্তে খুলে দেওয়া হয় মার্কেটটি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com