জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভূমিদস্যু’ বলায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলেন মেয়র

‘ভূমিদস্যু’ বলায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলেন মেয়র

জামালপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে জেলা শহরের পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হলেন নূর হোসেন আবাহনী। তিনি জামালপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।

জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে আবাহনী নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুকে ‘ভূমিদুস্য, সন্ত্রাসী’ আখ্যায়িত করে জমি দখলসংক্রান্ত বিষয় তুলে ধরে বক্তব্য দেন। মেয়রের অপকর্মের বিরুদ্ধে জনগণকে রাস্তায় দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি পৌরসভার মধ্যবর্তী নির্বাচনও দাবি করেন। তার ওই লাইভ ভিডিওটি ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে।

এতে বিক্ষুদ্ধ হয়ে একই দিন সন্ধ্যার দিকে মেয়রের লোকজন তাকে ধরে নিয়ে ব্যাপক নির্যাতন ও পিটিয়ে দুই পা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মেয়র ছানোয়ার হোসেন নিজেই বাদী হয়ে গতকাল রাতে আবাহনীকে একমাত্র আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় একটি মামলা করেছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ছাত্রলীগ নেতার মুক্তি এবং মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ, মেয়রের কুশপুত্তলিকা দাহ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় আবাহনীর মা বলেন, ‘আবাহনী উকালতি পাস করেছে। সে ছোটকাল থেকে নীতি আদর্শের সঙ্গে আপস করেনি। নিষ্ঠার সঙ্গে জামালপুর পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে। মেয়র ছানুর জমি দখলের প্রতিবাদ করায় তাকে উঠিয়ে নিয়ে নির্যাতন করে হাত পা ভেঙে দিয়েছে। তার জীবন এখন শঙ্কায়।’

তিনি বলেন, মধ্যযুগীয় কায়দায় আবাহনীকে নির্যাতন করে মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে। আমরা আবাহনীর মুক্তি চাই, মেয়র ছানুর শাস্তি চাই।

আবাহনীর বড় বোন বলেন, আমার ভাইকে উঠিয়ে নিয়ে মেরে ফেলতে চেয়েছে, আমাদের পরিবারের সব সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়েছে।

এ বিষয়ে মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, আমার পৈতৃক জমিতে লাইভ করার পর আমার গ্রামের লোকজন তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মেয়র ছানুর বিরুদ্ধে দুপুরে ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভ করেন আবাহনী এবং সে লাইভে মেয়রকে ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিষয়টি জানতে পেরে মেয়র ও তার পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সন্ধ্যার পর ছাত্রলীগ নেতাকে আটক করে এবং মারধর করে তাকে থানায় সোপর্দ করে। এরপর মেয়র বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন এবং সে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X