
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘খুব সুন্দর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর। আমরা সব সময় মনে করি দেশ এগিয়ে যাচ্ছে; উন্নয়নের মহাসড়কের স্রোতে আছি। এখানে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকত, যদি আমাদের নিরাপত্তা বাহিনী কাজ না করত তাহলে আমরা থমকে যেতাম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই সিকিউরিটি ভালো না থাকলে উন্নয়ন হয় না।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার এমনকি কোস্টগার্ডসহ সব বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে।
সংসদ সদস্য মীর্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ অন্যরা।
এ সময় এআইজি মাহবুবুর রহমান রিপন, ময়মনসিংহ বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জামালপুরের এসপি নাছির উদ্দিন আহমেদসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।